রাম মন্দির উদ্বোধনে‌র দিন অর্ধদিবস ছুটি ঘোষনা

Ram Mandir



আগামী ২২শে জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন আর তাই উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। এর মাঝেই ২২শে জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষনা কেন্দ্রের। রামলালার প্রাণপ্রতিষ্ঠার মতো পবিত্র মুহূর্তের সাক্ষী হতে ২২শে জানুয়ারি অর্ধদিবস ছুটির আহ্বান জানিয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীরা আর সেই আহ্বানে সাড়া দিয়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার।


কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে ২২শে জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষনা করা হয়েছে। ওইদিন দুপুর ২.৩০ পর্যন্ত সরকারি অফিসে ছুটি। তার পর থেকে বাকি সময় কাজ হবে। এই ঘোষনায় খুশি কর্মীরা। সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাই কোর্ট, বিভিন্ন মন্ত্রকে অর্ধদিবস ছুটি থাকবে।



এদিকে, উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম, ছত্তিশগড়, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হয়েছে ২২শে জানুয়ারি। আর এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটির ঘোষনা কেন্দ্র সরকারের।