প্রকাশ্য দিবালোকে অবৈধভাবে পূর্ত দফতরের নয়ানজুলি ভরাটের অভিযোগ
মালদা:
প্রকাশ্য দিবালোকে অবৈধভাবে পূর্ত দফতরের নয়ানজুলি ভরাটের অভিযোগ উঠলো মালদহের চাঁচল আশাপুর রাজ্য সড়কের কলিগ্রাম সংলগ্ন দোসরকি এলাকায়। ওই এলাকায় রাজ্য সড়কের ধারে সরকারি নয়নজুলি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে এমনই ছবি উঠে আসলো ক্যামেরায়। অভিযোগ, জল নিকাশির একমাত্র ভরসা সেই নয়ানজুলি।ফি বছর বর্ষাকালে ওই এলাকায় জল জমে দুর্ভোগ বাড়ে বাসিন্দাদের। সেক্ষেত্রে অবৈধভাবে নয়ানজুলিতে মাটি ভরাট করা হচ্ছে।
সূর্যের আলো হোক বা রাতের আধার সর্বত্রই চলছে জমি এবং মাটি মাফিয়াদের দৌরাত্ম। ট্রাক্টরের পর ট্রাক্টার মাটি এনে পূর্ত দফতরে সেই সরকারি নয়নজলি ভরাট করা হচ্ছে। কিন্তু ভ্রুক্ষেপ নেই পূর্ত দপ্তর কিংবা প্রশাসনের। সরকারি জলাভূমির ঘটনা সামনে আসতে ভূমি সংস্কার দপ্তর এবং পূর্ত দপ্তরের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও ভূমি সংস্কার দপ্তর জানিয়েছেন, খবর পাওয়ার পরই আমরা সেই জলাভূমি ভরাট বন্ধ করেছি। তবে পূর্ত দপ্তর কিংবা ভূমি সংস্কার দপ্তরের অনুমতি ছাড়াই সে জলাভূমি ভরাট হচ্ছিল, যিনি ভরাট করছিলেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
আর সমগ্র ঘটনা সামনে শাসক দলের প্রশাসনকে কাঠগোড়ায় তুলেছে বিজেপি। চাচল বিধানসভার বিজেপির কো- কনভেনার সুমিত সরকারের অভিযোগ, প্রশাসনের পূর্ণাঙ্গ মদতে চলছে জমি ভরাট। কিন্তু নিশ্চুপ পুলিশ ও প্রশাসন। অন্যদিকে পূর্ত দপ্তরের নয়ানজুলি ভরাট নিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি, শুভময় বসু পাল্টা সাফাই দিয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊