দলে প্রবীণ-নবীন দ্বন্দ্বের জল্পনা উড়িয়ে বড় বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের


Abhishek Banerjee


দলে প্রবীণ-নবীন দ্বন্দ্বের জল্পনা উড়িয়ে পৈলানের সভা থেকে বার্তা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের। এদিন তিনি বলেন, ২০২৪-এ তৃণমূল ঐক্যবদ্ধভাবেই লড়বে। ডায়মন্ড হারবার (TMC MP Of Diamond Harbour) আমার কাছে অগ্রাধিকার পাবে। তবে দল যে দায়িত্ব দেবে, তাই পালন করব। তিনি বলেছেন, 'ডায়মন্ড হারবার আমার কাছে প্রাধান্য পাবে। তবে দল যে দায়িত্ব দেবে, তাই পালন করব।' 



তাঁর কথায়,  'অনেকে বলছেন তৃণমূলে নতুন-পুরনোদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কোথাও কোনও দ্বন্দ্বের জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ। দল আমাকে নবজোয়ার যাত্রার দায়িত্ব দিয়েছিল। পালন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন। আমার যা সামর্থ, সেই অনুযায়ীই কাজ করব।' 






অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আজকের সভা অন্যান্য রাজনৈতিক সভা থেকে অনেকটাই আলাদা। আমি বিভিন্ন উন্নয়নমূলক কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমি প্রতিটি লোকসভা নির্বাচনের আগে এই মাঠ থেকেই আমি সভা শুরু করি এবং এই মাঠ আমাদের কাছে অত্যন্ত শুভ। তাই কথা দিয়ে কথা রাখার অনুষ্ঠান আমরা এই মাঠেই অনুষ্ঠিত করলাম। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ১৯২ টি সভা বিভিন্ন মাঠে আজকের অনুষ্ঠিত হচ্ছে। প্রবীণ নাগরিকদের হাতে এই সভা ১০০০ টাকার চেক আমরা তুলে দিচ্ছি। আমাদের কর্তব্য এবং দায়বদ্ধতা এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমি মনে করি ধর্মের ভেদাভেদে রাজনীতি নয়। আমি মনে করি ইতিবাচক কাজ নিয়ে যদি মানুষের দোরগোড়া পৌঁছাতে পারি তাহলে মানুষের জীবনে পরিবর্তন লক্ষ্য করা যাবে। প্রায় ৭৬ হাজার ১২০ জন মানুষের হাতে আমরা এই আর্থিক সহায়তা তুলে দিলাম। ১৫-২০ দিন ধরে ওয়ার্ড ভিত্তিক ও অঞ্চল ভিত্তিক রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করে আমরা রেজিস্ট্রেশন শুরু করি। এরপর আমরা ডেটা ভেরিফিকেশন করি। এটা বিশাল কর্মযজ্ঞ।৭৬১২০ জন মানুষের ব্যাংকের একাউন্টে প্রতি মাসে হাজার টাকা করে যাতে পাঠানো সম্ভব হয় সে ব্যবস্থা আমরা করি। আমরা আমাদের সক্রিয় কর্মীবৃন্দদের সঙ্গে কথা বলে ১৬৩৮০ জন স্বেচ্ছাসেবক তিন জন চার জন করে মানুষের পাশে থাকার দায়িত্ব নিয়েছি। আজ বিভিন্ন রাজনৈতিক দল সভা সমিতি করছে বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমিতির সঙ্গে তৃণমূলের সভার পার্থক্য কি রয়েছে জানেন। অন্যান্য রাজনৈতিক দলের সভা সমিতিতে মানুষজন দিয়েছে ভাষণ শুনতে। আর আজ এই মাঠে তৃণমূলের সভা সমিতিতে মানুষ এসেছে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে। আমি যে কোন রাজনৈতিক কর্মসূচিতে যে কোন কথা দিই। সেই কথা রাখার জন্য আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করি। আমি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মতন ভাষণ দিই না কাজ করে দেখায় এবং কাজের হিসাব দিয়ে দেখায়। কেন্দ্র সরকারের ওপর আমার রাস্তা নেই ভরসা নেই খুব শীঘ্রই আমাদের রাজ্যের মা মাটি মানুষ সরকার এই বার্ধক্য ভাতা চালু করবে। ১০ তারিখের মধ্যেই ১৬৩৮০ স্বেচ্ছাসেবক ৭৬ হাজার ১২০ জন এর ব্যাংকের একাউন্টে এক হাজার টাকা করে ব্যাংক ট্রান্সফার করে দেবে। আমরা স্বপ্নকে বাস্তবায়িত করতে শিখেছি। এমন প্রকল্প প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও নেই।










তিনি আরও বলেন, ডায়মন্ড হারবারে মাটি থেকেই এক ডাকে অভিষেক ও কোভিডের সময় তৃণমূল কর্মী সমর্থকেরা মানুষের পাশে ছিল কোন রাজনৈতিক দলের নেতা কোভিদের সময় মানুষের পাশে ছিল না। আমরা কথা দিয়ে কথা রেখেছি। দুর্গাপূজার সময় টানা ১০ বছর ধরে আমরা বিভিন্ন দুর্গাপুজোর কমিটিকে আমরা আর্থিক সাহায্য করেছি। ডায়মন্ডহারবার দৃষ্টান্ত স্থাপন করেছে। ফলতা মথুরাপুর জল প্রকল্প ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বৃহৎ পানীয় জলের প্রকল্প। ডায়মন্ড হারবার পুলিশ জেলা বাংলার মধ্যে এক নম্বর পুলিশ জেলা সবচেয়ে নিরাপদ ও সবথেকে সুরক্ষিত পুলিশ জেলা। আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব তোমার ক্ষমতা থাকলে আমাকে জেলে ঢুকিয়ে দেখাও। এই বার্ধক্য ভাতা আজীবন আপনি যতদিন বেঁচে আছেন এই টাকা আপনি পাবেন সেই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে চিন্তা করার জন্য।