Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিলকিস বানো মামলায় সুপ্রিম নির্দেশ, ১১জন দোষীকেই ফিরতে হবে জেলে

বিলকিস বানো মামলায় সুপ্রিম নির্দেশ, ১১জন দোষীকেই ফিরতে হবে জেলে


Supreme court



বিলকিস বানো মামলায় বড় ধাক্কা খেল গুজরাত সরকার। সুপ্রিমকোর্ট বিলকিস বানো মামলায় দোষী সাব্যস্তর মুক্তির সিদ্ধান্ত রদ করে দিল সুপ্রিমকোর্ট। এককথায়, গুজরাত সরকারের বিলকিস বানো মামলায় দোষীদের মুক্তির সিদ্ধান্তকে খারিজ করে দিল আদালত। গত বছর বিলকিস বানো মামলায় ১১জন দোষীকে মুক্তি দিয়েছিল গুজরাত সরকার। গুজরাত সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয় সুপ্রিমকোর্টে। আর সুপ্রিমকোর্ট সেই ১১ জনের মুক্তির সিদ্ধান্তকে খারিজ করে দিল। ফলে ১১জনকেই ফিরতে হবে জেলে।



গণধর্ষণ ও হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ১১ জনকে ২০২২-এ মুক্তির সিদ্ধান্ত নেয় গুজরাত সরকার। তবে এবার সুপ্রিমকোর্টের এই নির্দেশের ফলে জেলে ফিরতে হবে তাঁদের। ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিলকিস বানো মামলায় ১১জন দোষীকে ফিরতে হবে জেলে।



২০০২-এ গোধরায় সবরমতী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের পর গুজরাত জুড়ে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ায় পরিবার-সন্তান সহ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস মোট ১৫ সদস্য গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন সেই সময় ৩ মার্চ ঝোপের মধ্যে আশ্রয় নিয়েছিলেন তিনি। সেই সময় কাস্তে, তলোয়ার, লাঠি নিয়ে ২০-৩০ জনের দল তাঁদের উপর চড়াও হয়। গণধর্ষণের শিকার হন বিলকিস। বিলকিসের চোখের সামনে পরিবারের সাত সদস্যকে নৃশংস ভাবে খুন করা হয়। খুন করা হয় বিলকিসের শিশু সন্তানকেও। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে পালান ছ’জন। ২০০৪ সালে ওই ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code