WBSSC: স্কুলে স্কুলে শিক্ষক-শিক্ষাকর্মীদের হাতে হাতে নোটিস ধরিয়ে দিল স্কুল কতৃপক্ষ
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এবার রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষাকর্মীদের হাতে নোটিস ধরিয়ে দিলো বিদ্যালয়গুলি। এই নোটিস দেওয়ার নির্দেশ এসেছে রাজ্যের শিক্ষাদপ্তর থেকে।
মূলত ২০১৬ সালে (1st SLST 2016) নিয়োগ হওয়া সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের নোটিস দেওয়া হচ্ছে। অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় (WBSSC Exam) চাকরি পাওয়া প্রার্থীদের হাতেই নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ মেনেই ২০১৬ সালে (1st SLST 2016) নিয়োগ হওয়া সকল শিক্ষক-শিক্ষাকর্মীদের হাতে এই নোটিস দেওয়া শুরু হয়েছে।
কিন্তু কি আছে এই নোটিসে ? জানাযাচ্ছে, রাজ্য শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে- যে সব শিক্ষক/ শিক্ষিকা 1st SLST 2016 এর মাধ্যমে নবম দশম ক্যাটাগরি অথবা একাদশ-দ্বাদশ ক্যাটাগরিতে (Teachers of IX - X and XI -XII) এবং যে সব শিক্ষাকর্মী (Gr C and Gr D) 3rd RLST 2016 এর মাধ্যমে কাজে যোগদান করে বর্তমানে বিদ্যালয়ে কর্মরত রয়েছেন সেই সব স্টাফকে মহামান্য সুপ্রিম কোর্ট ও মহামান্য হাই কোর্টের রায়ের কপি ও Commissioner of School Education কর্তৃক জারি করা একটি Notice প্রদান করতে হবে এবং তার প্রাপ্তি স্বীকার পত্র সংগ্রহ করতে হবে।
এইজন্য ইতিমধ্যে রাজ্যের সমস্ত স্কুল গুলিতে বিদ্যালয়ে কারা কারা নিযুক্ত রয়েছেন তাদের তালিকা প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের রায়ের এক কপি, নোটিশ ও পাবলিক নোটিসের কপি Xerox করে সেই সমস্ত শিক্ষদের দিতে হবে, এমনকি আদালতের রায়ের এক কপি, নোটিশ ও পাবলিক নোটিসের কপি Xerox করে বিদ্যালয়ে নোটিশ বোর্ড টাঙানোর নির্দেশও দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊