IND vs SA 1st ODI: অর্শদীপ-আবেশের দাপট, ২৭.৩ ওভারে অল আউট হয়ে ১১৬ রান তুললো দক্ষিন আফ্রিকা

Ind vs Sa


দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের টি২০ সিরিজের পর আজ থেকে শুরু হল ওয়ান ডে সিরিজ। রাহুলের নেতৃত্বে মাঠে নেমেছে আজ ভারত। এদিন টসে জিতে প্রথম ব্যাটিং-য়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মাক্রাম। জোহানেসবার্গের নিউ ওয়ানার্ডাস স্টেডিয়িমে ভারতীয় বোলারদের দাপুটে বোলিং কার্যত দুরমুশ করে দেয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে।



এদিন শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে ধাক্কা দেয় অর্শদীপ। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে হেনড্রিকসকে তুলে নেয় অর্শদীপ। পরের বলেই ফেরান দুশানকে। একের পর এক উইকেট তুলতে থাকে ভারতীয় বোলাররা। ১৭ তম ওভারের মধ্যেই ৮ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। আর এই আট উইকেট ভাগাভাগি করেন দুই ভারতীয় বোলার অর্শদীপ সিং ও আবেশ খান। ম্যাচকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকে ফিলোকায়ো। ৪৯ বলে ৩৩ রান করে অর্শদীপের বলে এলবিডব্লিউ হন ফিলোকায়ো। শেষমেষ ২৭ ওভার ৩ বলে ১১৬ রানেই অল আউট হয়ে যায় দক্ষিন আফ্রিকা। 


এদিনের ম্যাচের প্রথম ইনিংসে ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৫ উইকেট তুলেন অর্শদীপ। ৯ ওভারে ২৭ রান খরচ করে ৪ উইকেট তুলে নেয় আবেশ খান এবং ২.৩ ওভারে ৩ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করে কুলদীপ। ভারতের টার্গেট ১১৭। ভারতীয় ব্যাটিং লাইনআপ ১১৭ রান করলেই প্রথম ওয়ান ডে ম্যাচে জয় পাবে ভারত‌।