Latest News

6/recent/ticker-posts

Ad Code

IND vs SA 1st ODI: ব্যাটে-বলে দাপট, প্রথম ওয়ানডে জয় রাহুলের ভারতের

IND vs SA 1st ODI: ব্যাটে-বলে দাপট, প্রথম ওয়ানডে জয় রাহুলের ভারতের 

Ind vs Sa


দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে রাহুলের নেতৃত্বে আজ থেকে শুরু হল ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ। এদিন টসে জিতে প্রথম ব্যাটিং-য়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মাক্রাম। জোহানেসবার্গের নিউ ওয়ানার্ডাস স্টেডিয়িমে ভারতীয় বোলারদের দাপুটে বোলিং কার্যত দুরমুশ করে দেয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে।



এদিন শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে ধাক্কা দেয় অর্শদীপ। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে হেনড্রিকসকে তুলে নেয় অর্শদীপ। পরের বলেই ফেরান দুশানকে। একের পর এক উইকেট তুলতে থাকে ভারতীয় বোলাররা। ১৭ তম ওভারের মধ্যেই ৮ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। আর এই আট উইকেট ভাগাভাগি করেন দুই ভারতীয় বোলার অর্শদীপ সিং ও আবেশ খান। ম্যাচকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকে ফিলোকায়ো। ৪৯ বলে ৩৩ রান করে অর্শদীপের বলে এলবিডব্লিউ হন ফিলোকায়ো। শেষমেষ ২৭ ওভার ৩ বলে ১১৬ রানেই অল আউট হয়ে যায় দক্ষিন আফ্রিকা। অর্শদীপ ৫টি, আবেশ ৪টি ও কুলদীপ ১টি উইকেট নেয়।



জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত। শুরুতে ১০ বলে ৫ করে ফেরেন রুতুরাজ। সাই সুদর্শনকে সঙ্গ দিতে মাঠে আসেন আইয়ার। আর মাঠে এসে যোগ্য সঙ্গ দেন আইয়ার। সাই সুদর্শন ও আইয়ারের দাপুটে ব্যাটিং জয়ের দিকে নিয়ে ভারতকে। দুই ব্যাটারই হাফ সেঞ্চুরি করেন। ৪৫ বলে ৫২ করে ফেরেন আইয়ার। অন্যদিকে ৫৫ রান করে অপরাজিত থাকেন সবাই সুদর্শন। ৩ বলে ১ রান করেন তিলক। ১৬.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ১১৭ রান তুলে জয় ছিনিয়ে নেয় ভারত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code