Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষনা করলো ওয়েস্ট ইন্ডিজ

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষনা করলো ওয়েস্ট ইন্ডিজ 

West Indies


ভারতের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিজেদের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার রোস্টন চেইস। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন বামহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান।




স্কোয়াডে জায়গা পেয়েছেন কিছু নতুন মুখও। ঘরোয়া আসরে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন বাঁ-হাতি স্পিনার খারি পিয়েরে। পাশাপাশি দলে রাখা হয়েছে তরুণ ব্যাটার তেজনারাইন চন্দরপল ও অলরাউন্ডার আলিক আথানাজেকে, যাদের স্পিন মোকাবিলার দক্ষতার উপর আস্থা রাখছে নির্বাচকরা।

অন্যদিকে চমক দেখা গিয়েছে বাদ যাওয়া খেলোয়াড়দের তালিকায়। দীর্ঘদিন দলের নেতৃত্বে থাকা ক্রেইগ ব্র্যাথওয়েটকে এই সিরিজে রাখা হয়নি। ফলে নতুন ভারসাম্যে ভারত সফরে নামছে ক্যারিবিয়ানরা।


ওয়েস্ট ইন্ডিজ দল ২২ সেপ্টেম্বর ভারত সফরে আসবে। প্রথম টেস্ট শুরু হবে ২ অক্টোবর আহমেদাবাদে, আর দ্বিতীয় ম্যাচ হবে দিল্লিতে ১০ অক্টোবর থেকে। এই সিরিজকে সামনে রেখে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই শিবিরেই এখন প্রস্তুতির জোর তৎপরতা।

ওয়েস্ট ইন্ডিজ় দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, অ্যালিক অ্যাথানাজ়, জন ক্যাম্পবেল, তেজনারাইন চন্দ্রপল, জাস্টিন গ্রিভস, শাই হোপ, টেভিন ইলমাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়ের এবং জেডেন সিলস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code