World Cup 2nd Semifinal: দক্ষিন আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া

Australia


বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিন আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পৌছে গেল অস্ট্রেলিয়া। আর ফাইনালে ভারতের সাথে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আজ বিশ্বকাপের মঞ্চে টসে জিতে প্রথম ব্যাটিং নেয়। দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নেমেছেন কুইন্টন ডি'কক এবং তেম্বা বাভুমা। শুরুতেই ধাক্কা খায় দক্ষিন আফ্রিকা। প্রথম ওভারের শেষ বলে মিচেল স্টার্কের ডেলিভারিতে খোঁচা মেরে কট বিহাইন্ড হন বাভুমা। আজ ব্যর্থ হন ডি ককও। একে একে যখন উইকেট পড়তে থাকে তখন ম্যাচের হাল ধরেন মিলার। খেলতে থাকেন ছন্দে। করেন সেঞ্চুরি। ৮টা চার ৫টা ছক্কায় ১১৬ বলে ১০১ রানের ইনিংস গড়েন। এদিকে ক্লাসেন করেন ৪৭। আর কেউ তেমন খেলতে পারেননি। নির্ধারিত ৫০ ওভারের দুই বল বাকি থাকতেই ২১২ রানে অলআউট হয়ে যায় দক্ষিন আফ্রিকা।



জবাবে ব্যাট করতে নেমে ভালোই খেলছিল অস্ট্রেলিয়া।সপ্তম ওভারে প্রথম ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ১টি চার, চারটি ছক্কার হাত ধরে ১৮ বলে ২৯ করে বোল্ড হলেন ওয়ার্নার। হেড করেন ৪৮ বলে ৬২। স্মিথ ৩০ ও জস ২৮। আর কেউই কিন্তু ২০ পার করতে পারেন নি। কিন্তু তাঁদের সকলের ব্যাটিং-এ ভর করেই ৭ উইকেট হারিয়ে ৪৮ তম ওভারে লক্ষ্য পার করেন। ২৯ বলে ১৪ করে অপরাজিত থাকেন কামিন্স। স্টার্ক করেন ৩৮ বলে অপরাজিত ১৬ রান। ২১৫ রান করে ফেলে অস্ট্রেলিয়া। জয়ের সাথে সাথে বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে পৌঁছে যায় ভারত‌।



আর আজ অস্ট্রেলিয়ার জয়ের সাথে সাথেই ২০০৩-র পুনরাবৃত্তি হয়ে গেল। ২০০৩ এ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল সৌরভ গাঙ্গুলির টিম ইন্ডিয়া। আর এবার ২০২৩-এ অস্ট্রেলিয়ার মুখোমুখি রোহিতের টিম ইন্ডিয়া। সেবার অজিরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ২০ বছর আগের বদলা কি নিতে পারবে রোহিত ব্রিগেড?