দিল্লির পথে সোনাপুরের প্রতিভাবান শিল্পী হর্ষিত রায়
দামোদর ভ্যালি কর্পোরেশন আয়োজিত পরিবেশ সচেতনতা নিয়ে রাজ্যজুড়ে অনলাইন অঙ্কন প্রতিযোগিতায় নির্বাচিত ১০০ জন প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা।
উল্টোডাঙার ডিভিসির অফিসে এই প্রতিযোগিতায় আলিপুরদুয়ারের সোনাপুর বিকে হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র হর্ষিত রায় প্রথম রাউন্ডের পর স্টেট লেভেল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে। এবার জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেবে হর্ষিত। জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দিল্লীতে।
মাত্র দুই আড়াই বছর বয়স থেকে রং তুলি নিয়ে ওর খেলা শুরু করে হর্ষিত। বাবা শিক্ষক কিশোর রায় উত্তরবঙ্গের একজন নামকরা অঙ্কন শিল্পী হওয়ার সুবাদে ছবি আঁকাটা হর্ষিতের কাছে খুব সহজেই আকর্ষনের বিষয় ওঠে।
তবে শুধু ছবি আঁকা নয় গানের জগতেও সাড়া ফেলেছে হর্ষিত। মায়ের কাছে পড়াশুনা আর বাবার কাছে পেয়েছে শিল্প চর্চার তালিম। সব মিলে গুণি অভিভাবকের গুণি সন্তান হর্ষিত।
হর্ষিতের এই সাফল্যে আনন্দের ঢেউ সোনাপুর বিকে হাই স্কুলেও । বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত ঠাকুর হর্ষিতের সাফল্যে অত্যন্ত আনন্দিত। তিনি বলেন হর্ষিত আমাদের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊