Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিদির বাড়িতে ভাইফোঁটা নিতে গিয়ে গুলিবিদ্ধ যুবক, হারালেন প্রাণ

দিদির বাড়িতে ভাইফোঁটা নিতে গিয়ে গুলিবিদ্ধ যুবক, হারালেন প্রাণ

Diamond harbour hospital


ডায়মন্ডহারবার:

দিদির বাড়িতে ভাইফোঁটা নিতে গুলিবিদ্ধ হয়ে খুন হল এক যুবক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার থানা কুলেশ্বর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃত যুবকের নাম মিঠুন সরদার বাড়ি উস্তি থানার সাতঘরা এলাকায়।



বুধবার দিন দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে কুলেশ্বরে মিঠুন আসে তার দিদির কাছে ভাইফোঁটা নিতে। এরপর ভাইফোঁটা পর্ব মেতে যাওয়ার পর দিদির সঙ্গে গল্প করে আরো পাঁচটা ভাইয়েরা খাওয়া-দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আনন্দ উল্লাসে কাটছিল সময়টুকু। এরপর যেন ছন্দপতন হলো, দিদির ভাসুরের ছেলের সাথে হঠাৎ করে জমি নিয়ে বিবাদ শুরু হয় ।সেই সময় হঠাৎ অভিযুক্ত পরেশ মন্ডল তার বন্দুক বার করে এবং বন্দুক থেকে গুলি চালায়। দিদিকে বাঁচাতে গিয়ে যাই ভাই মিঠুন সেই সময় পরপর দুটি গুলি মিঠুনের বুকে এসে লাগে।



জখম অবস্থায় মিঠুনকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য তড়িঘড়ি নিয়ে আসা হয়। বেশ কয়েক ঘন্টা চিকিৎসার পর ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় মিঠুনের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়াই গোটা এলাকায়। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ ঘটনাস্থলে পৌঁছেছে ডায়মন্ড হারবার থানার বিশাল পুলিশ বাহিনী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code