সুপ্রিম নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় গঠিত হল বিশেষ বেঞ্চ


highcourt

নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠন করার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। আর সেই মতোই এবার গঠিত হল বেঞ্চ। ফলে কিছুটা আশার আলো দেখছেন চাকরি প্রার্থীরা। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলির শুনানির ভার দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বা রসিদির ডিভিশন বেঞ্চকে।



দেশের শীর্ষ আদালত নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য ছয় মাসের সময়সীমা বেঁধে দিয়েছিল। আগামী ছয় মাসের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি করতে হবে বলে হাইকোর্টে সমস্ত মামলা পাঠায় সুপ্রিমকোর্ট। এদিন আদালতে আইনজীবী ফিরদৌস সামিম এবিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। এরপরেই মামলার জন্য বেঞ্চ গঠন।



সুপ্রিম কোর্টের নির্দেশে আশার আলো দেখছেন নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরিপ্রার্থীরা। তাঁদের আশা, আদালতের নির্দেশের পর কয়েক মাসের মধ্যেই একটা সুরাহা হবে। গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায়। পাশাপাশি শীর্ষ আদালত নির্দেশ দেন দুমাসের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে হবে এবং ছয় মাসের মধ্যে হাইকোর্টে শুনানি শেষ করতে হবে।