Coochbehar News: স্বজনপোষণ এর অভিযোগ তুলে বিজেপির দলীয় কার্যালয়ে তালা
বক্সিরহাট: এবার বিজেপির মন্ডল সভাপতির বিরুদ্ধে স্বজনপোষণ এর অভিযোগ তুলে বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন দলীয় কর্মী -সমর্থকরা। দলীয় কার্যালয় সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ করেও চললো বিক্ষোভ।
শুক্রবার দুপুরে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের শালবাড়ি -২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় কার্যত শোরগোল পরে যায়।
জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শালবাড়ি -২ নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তথা তুফানগঞ্জ বিধানসভার বিজেপির তিন নম্বর মন্ডল সভাপতি প্রভাত বর্মন। গত ১১ তারিখ শালবাড়ি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের শক্তি প্রমুখদের পরিবর্তন করে নতুন মুখ আনা হয়। তবে অভিযোগ, অঞ্চল কমিটির সাথে কোন রকম আলোচনা না করেই সেই শক্তি প্রমুখদের পরিবর্তন করেছে বিজেপির মন্ডল সভাপতি। দলীয় কর্মীদের সাথে কোন রকম আলাপ আলোচনা করা হয়নি। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিজের মন পছন্দ লোকদের শক্তি প্রমুখের আসনে বসিয়েছে মন্ডল সভাপতি প্রভাত বর্মন, এই অভিযোগ তুলেই এদিন হরিপুর কামাখ্যাগুড়ি গামী রাজ্য সড়ক অবরোধ করে প্রতীকী বিক্ষোভ দেখান বিজেপির দলীয় কর্মী- সমর্থকরা।
পাশপাশি তল্লীগুড়ি বিজেপির দলীয় কার্যালযে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে লোকসভা নির্বাচনের আগে বিজেপির দলীয় কোন্দল নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊