সাত দিনের ইডি হেফাজতে জ্যোতিপ্ৰিয় মল্লিক, ‘আবার ফিরে আসছি’ মন্তব্য মন্ত্রীর


Jyotipriyo mallik


ঐশী রায়, কলকাতা, ৬ই নভেম্বর, ২০২৩ঃ

রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। সোমবার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীকে ফের সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আদালত থেকে বেরোনোর সময় হাত নেড়ে বলেন, ‘‘সাত দিন পর আবার আসছি। সাত দিন, সাত দিন।’’



সোমবার রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত ইডি হেফাজতে থাকা বালুকে সোমবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। আদালতে শুনানির সময় বালুকে আরও সাত দিনের জন্য ইডি হেফাজতে পাওয়ার আর্জি জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। ইডির বক্তব্য , বালু তিন দিন হাসপাতালে ছিলেন, সেই কারণে জিজ্ঞাসাবাদের পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। আর তাই তাঁকে আরও সাত দিনের হেফাজতে চেয়ে আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।



তবে বালুর এক আইনজীবী দাবি, মন্ত্রের জন্য মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ ছিল আদালতের। তা সত্বেও মেডিক্যাল কম্যান্ড হাসপাতালে কোনও মেডিক্যাল বোর্ড গঠন করা হয়নি। অতিসত্বর এই মামলার তদন্ত শেষ করার আর্জিও তিনি আদালতে জানান। অপরদিকে, ইডির আইনজীবী বলেন, জ্যোতিপ্রিয়র তিন দিন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি থাকাকালীন সেই হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। এর পর মন্ত্রীকে কম্যান্ড হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। মন্ত্রীর জন্য যতটা সম্ভব করা যায়, তা যথাযথ ভাবে করা হয়েছিল বলেও ইডির দাবি।



আদালতে শুনানির সময় প্রাক্তন মন্ত্রীর তরফ থেকে জামিনের জন্য কোনও রকম আবেদন জানানো হয়নি। অন্য দিকে, শুনানি চলাকালীন আদালতে উপস্থিত এক আইনজীবীর দাবি, প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ফাঁসানো হচ্ছে, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। প্রসঙ্গত উল্লেখ্য যে, সোমবার আদালতে প্রবেশ করার সময় নিজেকে আরও এক বার মুক্ত বলে দাবি করেন বালু। সোমবার ব্যাঙ্কশাল আদালতে ঢোকার আগে জ্যোতিপ্রিয় বলেন, “আমি মুক্ত। আমি মুক্ত। ইডি বুঝতে পেরেছে যে, আমি মুক্ত।” তবে কীসের ভিত্তিতে তিনি এই দাবি করছেন, তা স্পষ্ট হয়নি।



অপরদিকে ইডি সূত্রে খবর, ফের মন্ত্রীকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাবে তারা। সোমবার সকালে নিজেকে ‘নির্দোষ’ বলেও দাবি করেছিলেন জ্যোতিপ্রিয়। সোমবার আদালতে পেশ করার আগে স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে বার করা হয়। ইডির দফতর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে জ্যোতিপ্রিয় তিন বার বলেন, “আমি নির্দোষ। আমি নির্দোষ। আমি নির্দোষ।” তার পরই জ্যোতিপ্রিয়কে বলতে শোনা যায়, “এরা যা করেছে, অন্যায়, অনৈতিক কাজ করেছে। কোর্ট নিশ্চয়ই বিচার করবে।” তবে ‘অন্যায়’ কিংবা ‘অনৈতিক’ কাজ ঠিক কাদের, তা জ্যোতিপ্রিয়ের কথায় স্পষ্ট নয়। জ্যোতিপ্রিয় জানান, তিনি ‘অসুস্থ’।



গত শুক্রবার ইডি-র সঙ্গে হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষায় যাওয়ার পথেও জ্যোতিপ্রিয় সংবাদমাধ্যমের সামনে জানান ‘দিন চারেক পরেই সবাই সব কিছু জানতে পারবেন’ বলে মন্তব্য করেন। তাঁর দাবি, তিনি নির্দোষ, সমস্ত বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন। তিনি এও বলেন, “আমি চক্রান্তের শিকার। বিজেপি আমায় ফাঁসিয়েছে। মমতাদি-অভিষেক সব জানে।” দলের সঙ্গে রয়েছেন কিনা তাঁকে এই প্রশ্ন জিজ্ঞেস করায় উত্তরে তিনি বলেন, “আমি দলের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।” শীঘ্রই ছাড়া পাবেন বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, “দু’দিনের মধ্যে সব প্রকাশ হবে।” তার এই দুদিন ও চার দিনের বিষয়টি স্পষ্ট নয়।।