শ্যামাপুজোয় আসছে লিটন দেবশর্মা ও প্রবীর সরকারের লেখা শ্যামাসংগীত 'মা দনুজ দলনী'

three lady with sharee



গানটিতে কণ্ঠ ও সুর দিয়েছেন লিটন দেবশর্মা, অভিনয় করেছেন অরিন্দম দাস, কস্তুরী ভট্টাচাৰ্য, রানা বক্সী, অনুপ্রিয়া চন্দ ও রিনা সরকার। দিনহাটার ডাকবাংলো পাড়া কালী মন্দিরে দৃশ্যগ্রহণ হয়েছে, সম্পাদনায় সঞ্জু সাহা।

গানটির গীতরচনা ও দৃশ্য নির্দেশনা করেছেন প্রবীর সরকার। শব্দগ্রহণ হয়েছে কোচবিহার অডিও গিয়ার ও শিলিগুড়ির আর,জে স্টুডিওতে।

গীতিকার প্রবীর সরকার বলেন, দুঃখবিনাশিনী মা কালীর উদ্দেশ্যে ভক্তদের আকুতি,মায়ের জন্য সন্তানদের আবেগ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি গানের মধ্যে দিয়ে,মাকালী তো জগতের মা,সত্যিকারের দনুজদলনী। শ্রোতাদের গানটি ভালো লাগলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল।

অরিন্দম দাস,কস্তুরী ভট্টাচাৰ্য, রানা বক্সীর মত অভিনেতা অভিনেত্রী দের পাশাপাশি নবাগতা অনুপ্রিয়া চন্দ ও রিনা সরকার ও অভিনয় করেছেন।

গানটির ভিডিও নির্মাণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শুভদীপ মজুমদার,অরিজিৎ ভট্টাচাৰ্য,পুস্কর সাহা প্রমুখ। বিশেষ সহযোগিতা করেছেন ডাকবাংলো পাড়া কালী মন্দির কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও অমৃতা দে সহ আরো অনেকে।