অন্ধকার সুড়ঙ্গে মুক্তির আলো, উদ্ধারের পথে টানেলে আটকে থাকা ৪১ শ্রমিক 

Tunnel rescue


শেষ হতে চলেছে ১৭ দিনের অপেক্ষা। উত্তরকাশীতে টানেলে আটকে থাকা ৪১ শ্রমিককে উদ্ধার করা আর কিছুক্ষণের অপেক্ষা। ১৭দিন ধরে টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে নানাবিধ চেষ্টা চালালেও বারে বারে নানান বাঁধার সম্মুখীন হচ্ছিল উদ্ধারকারীরা। অবশেষে এবার সফলভাবে শেষ হয়েছে খোড়ার কাজ। ইতিমধ্যে টানেলে প্রবেশ করেছে উদ্ধারকারীরা। নিয়ে যাওয়া হচ্ছে স্ট্রেচার। বাইরে তৈরি অ্যাম্বুলেন্স। 


সুড়ঙ্গে মুক্তির অপেক্ষায় বাংলার ৩ শ্রমিকও। ৪১ জন শ্রমিকই সুরক্ষিত আছেন, দাবি উদ্ধারকারী টিমের। উদ্ধারকারী টিমের সামনে জয় মাতা দি ধ্বনি শ্রমিকদের। সুড়ঙ্গের সামনে লাগানো হচ্ছে অ্যাম্বুল্যান্স। 


টানেলের সামনে পরিবারের লোকজন অধীর আগ্রহে অপেক্ষায় পরিবারের মানুষের জন্য। পাশাপাশি ভইড় জমিয়েছে হাজার হাজার মানুষ। জানা যাচ্ছে টেনেছে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী ধামি। 



টানেলের মুখে তৈরি স্ট্রেচার, অক্সিজেন সিলিন্ডার। প্রস্তুত পোস্ট রেসকিউ টিম। টানেলের মুখে তৈরি অ্যাম্বুলেন্সও। উদ্ধারের পর শ্রমিকদের নিয়ে যাওয়া হবে সোজা হাসপাতালে।