বিধানসভার শীতকালীন অধিবেশনে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পিকারের বিরুদ্ধে অসম্মানজনক আচরণের কারণে শুভেন্দুকে সাসপেন্ড করা হয়েছে আজ বিধানসভায় জানিয়েছে স্পিকার। এর ফলে চলতি অধিবেশনে অধিবেশন কক্ষে থাকতে পারবেন না শুভেন্দু অধিকারী। স্পিকারের বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে সাসপেনশন মোশন আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। সেই প্রস্তাবে সম্মতি দেন স্পিকার।
জানা যাচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেনসনের পাল্টা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনছে বিজেপি। আজ বিধানসভায় বিজেপির বিধায়ক শংকর ঘোষ দলবদল করা বিধায়ক প্রসঙ্গে বলেন। তিনি বলেন, 'যেসব বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছে, তাঁরা বাইরে তৃণমূল, ভিতরে বিজেপি। অধ্যক্ষ শব্দের খেলায় তাঁদের বিজেপি বিধায়ক বলে ভিতরে রেখে দিয়েছেন'। বিধায়কের পাশে দাঁড়ান শুভেন্দু অধিকারী। তৃণমূলের অভিযোগ, স্পিকারকে অসম্মান করে শুভেন্দু বলেন, “আপনি সংবিধানবিরোধী। আপনার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।” এমনকি কাগজ ছিড়ে স্পিকারে দিকে ছুঁড়ে মারার অভিযোগ। স্পিকার একাধিকবার সতর্কও করেন শুভেন্দুকে। তখন বিরোধী দলনেতা ফের শিষ্টাচার ভঙ্গ করেন বলে অভিযোগ এমনটাই সূত্রের দাবি। এরপরেই সাসপেন্ড প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়।
জানা যাচ্ছে এরপরেই ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা করছে বিজেপি। বিধানসভার সচিবের ঘরে গিয়েছেন তাঁরা। এদিকে বিধানসভায় ৩ দিনের প্রতিবাদ কর্মসূচি নিয়েছে খোদ শাসক দল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মঙ্গল থেকে বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচি নিয়েছে তৃণমূল। দুপুর ৩-৫ টা আম্বেদকারের মূর্তির সামনে কালো পোশাক পরে প্রতিবাদ জানাবেন তাঁরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊