নাকা চেকিংয়ে উদ্ধার বিপুল পরিমান টাকা

Naka Checking


নাকা চেকিংয়ে উদ্ধার বিপুল পরিমান টাকা। সূত্রের খবর, আনুমানিক 40লক্ষ টাকা উদ্ধার। বর্ধমান তেলিপুকুরে পুলিশের নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমানের নগদ টাকা। বিপুল পরিমাণ টাকা দেখেই চমকে গেছে প্রশাসন। 


জানা গেছে, টাকা ভর্তি নীল রংয়ের একটি চারচাকা গাড়ি আরামবাগের দিক থেকে বর্ধমানের দিকে আসছিলো। সেই সময় চলছিল নাকা চেকিং। নাকা চেকিং চলাকালীন সময়ে তল্লাশি চালাতে গিয়ে গড়িটির মধ্যে নগদ প্রচুর টাকা দেখতে পায় কর্তব্বরত পুলিশ কর্মীরা। বর্ধমান থানার আইসি ঘটনাস্থল থেকে টাকা সহ গাড়ি ও গাড়িতে থাকা ব্যাক্তিদের আটক করে বর্ধমান থানায় নিয়ে আসে।



এদের মধ্যে অচিন্ত যশ নামে এক ব্যক্তিকে আজ বর্ধমান আদালতে পাঠানো হয়। তবে এই বিপুল পরিমাণের টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেবিষয়ে এখনো কিছু জানা যায়নি।এই বিপুল পরিমাণের টাকার বিষয়ে খোঁজ চালাচ্ছে বর্ধমান থানার পুলিশ।