World Cup 2023, IND vs SA: শ্রীলঙ্কার পর এবার সাউথ আফ্রিকাকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া

Ind vs SA


শ্রীলঙ্কার পর এবার সাউথ আফ্রিকাকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। আজ কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস জিতে যায় রোহিত শর্মা। ইডেন পিচে আগে ব্যাট করলে সাধারণত সুবিধে পাওয়া যায়। সেই মতোই ব্যাটিংই নিয়েছেন রোহিত। আর ঠিক হল তাইই। ইডেনে কার্যত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মারমুখী মেজাজে খেলছিল ভারতীয় ব্যাটাররা। 50 ওভারে 5 উইকেট হারিয়ে 326 রানের স্কোর গড়ে ভারত।



এদিন টিম ইন্ডিয়ার শুরুটাও ছিল ভালো। ওয়াংখেড়েতে শূন্য হাতে নিরাশ করলেও ইডেনে নিরাশ করলেন না রোহিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হিটম্যান দুর্দান্ত হিট করলেন। মাত্র 24 বলে 40 রানের ইনিংস উপহার দিলেন তিনি। সঙ্গ দিচ্ছিলেন গিলও। ছ'টি চার এবং ২টি ছক্কার হাত ধরে রোহিত ২৪ বলে ৪০ রান করে রাবাদার বলে মিড অফে থাকা বাভুমার হাতে ক্যাচ তোলেন রোহিত। কেশব মহারাজার স্লো ডেভিভারিতে 24 বলে 23 করেই ফেরেন গিল। আর এদিন তো জ্বলে উঠলো কোহলি ও আইয়ার। মারমুখী মেজাজে ব্যাটিং করছিল আইয়ার অন্যদিকে শচিনের নজির স্পর্শ করার লক্ষ্যে খেলছিলেন কোহলি। শেষমেষ আজ অপেক্ষার অবসান। নিজের 49 তম শতরান পূরণ করে এদিন শচীনকে ছুঁয়ে ফেলেন কোহলি। 121 বলে 101 রান করেন কোহলি। থাকেন অপরাজিত। এনগিদির বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন শ্রেয়স। বলটি অনেক উপরে উঠলেও, বেশিদূর যায়নি। সহজেই ক্যাচ ধরেন মার্করাম। ২টি ছয়, ৭টি চারের হাত ধরে ৮৭ বলে ৭৭ করে সাজঘরে ফিরলেন শ্রেয়স। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার কেএল রাহুল। জানসেনের বলে বড় শট খেলতে গিয়েছিলেন রাহুল। ডিপ স্কোয়ার লেগে রাসি ভ্যান ডার দাসেন দৌড়ে এসে এক দুর্দান্ত ক্যাচ নেন। ১৭ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন রাহুল। ৫টি চারের হাত ধরে ১৪ বলে ২২ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলে আউট হলেন সূর্য। তিনটি চার ও একটি ছক্কায় 15 বলে 29 করেন জাদেজা।




জবাবে ব্যাট করতে নেমে একের পর এক তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই সিরাজকে চার হাঁকিয়েছিলেন ডি'কক। তার ঠিক পরের বলেই ডি'কককে বোল্ড করে এর শোধ নিয়ে নিলেন সিরাজ। ১০ বলে ৫ রান করে সাজঘরে ফিরলেন ডি'কক। জাদেজা নিজের প্রথম ওভারে বল করতে এসেই দক্ষিণ আফ্রিকার তেম্বা বাভুমাকে ১৯ বলে ১১ করে বোল্ড করেন। জমে ওঠে খেলা। ১০ নম্বর ওভারে নিজের প্রথম ওভার বল করতে এসে দ্বিতীয় এবং তৃতীয় বলে পরপর দু'টি চার মারেন মার্করাম। এক বল পরেই তাঁকে আউট করে বদলা পূরণ করেন শামি। ৬ বলে ৯ করে সাজঘরে ফেরেন মার্করাম। ১২.৫ ওভারে জাদেজার বলে ক্লাসেন এলবিডব্লিউ হলেও আউট দেননি ফিল্ড আম্পায়ার। রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। ১১ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান ক্লাসেন। 14 তম ওভারে শামির বলে দাসেন এলবিডব্লিউ হলেও আউট দেননি ফিল্ড আম্পায়ার। এক্ষেত্রেও জোর করে রিভিউ নিয়ে সফল হয় ভারত। ৩২ বলে ১৩ করে সাজঘরে ফেরেন দাসেন। ১৭তম ওভারের তৃতীয় বলেই ডেভিড মিলারকে বোল্ড করে দিলেন জাদেজা। ১১ বলে ১১ রান করে সাজঘরে ফিরতে হল মিলারকে। 11 বলে 7 রানে করে ফেরেন জাদেজার বলে ফেরেন মহারাজ। 26 বলে 6 রান করে জাদেজার বলে ফেরেন রাবাদা। কার্যত এদিন ভারতের সামনে যবুথবু অবস্থা দক্ষিণ আফ্রিকার। ভারতের হয়ে জাদেজা 5 উইকেট, শামি 2 উইকেট, কুলদীপ 2 উইকেট নেন। একটি উইকেট নেন সিরাজ।


আজকের এই জয়ের পর এ পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত ভারত। আর ম্যাচ খেলে আটটি ম্যাচই জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। আজ বিরাট কোহলি র ৩৫ তম জন্মদিনে যেমন শচীনকে ছুঁয়ে রেকর্ড গড়লেন তেমনি এক অনবদ্য জয় পেল টিম ইন্ডিয়া।