Latest News

6/recent/ticker-posts

Ad Code

ODI Highest Century: কিং-কে শুভেচ্ছা মাস্টারের

ODI Highest Century: কিং-কে শুভেচ্ছা মাস্টারের

Sachin and Kohli


কিং-কে শুভেচ্ছা জানালেন মাস্টার। নিজের ৩৫ জন্মদিনে শচীনের সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ডে ভাগ বসালেন বিরাট কোহলি। ক্রিকেটের নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংসের হাত ধরেই নিজের ওডিআই-য়ে ৪৯ তম সেঞ্চুরি করে ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের রেকর্ড ছুঁয়ে ফেলেন বিরাট কোহলি। আর তার পরেই ক্রিকেটের নন্দনকানন জুড়ে শুরু হয়ে যায় সেলিব্রেশন। শুভেচ্ছা জানালেন স্বয়ং ক্রিকেটের ভগবানও।



বিশেষ দিনে বিশেষ রেকর্ড স্পর্শ করার পর বিরাটকে শুভেচ্ছা জানিয়ে শচীন নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''দুর্দান্ত খেলেছ বিরাট। ৪৯ থেকে ৫০ বছরে পৌঁছতে আমার ৩৬৫ দিন সময় লেগেছিল। আমি আশা করি তুমি ৪৯ থেকে ৫০ এ পৌঁছতে পারবে কিছুদিনের মধ্যেই। অনেক শুভেচ্ছা।''



দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে ১০টি বাউন্ডারির সাহায্যে ১২১ বলে ১০১ রানের ইনিংস খেললেন প্রাক্তন ভারত অধিনায়ক। সোশ্য়াল মিডিয়ায় প্রাক্তন ক্রিকেটারদের শুভেচ্ছা বন্যাও শুরু হয়ে গিয়েছে। ইডেনে কাল একদিকে বিরাটের জন্মদিন অন্যদিকে জন্মদিনেই বিরাটের অনন্য রেকর্ড ছোঁয়ার মুহুর্ত সব মিলিয়ে উৎসব উৎসব রব ইডেন জুড়ে। শুভেচ্ছার বন্যায় ভেসেছে সোশ্যাল মিডিয়াও।



বাংলার প্রাক্তন অধিনায়ক মনােজ তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''কিংবদন্তিরা জানে কীভাবে নিজেদের স্ক্রিপ্ট লিখতে হয়। ইডেনের থেকে ভাল মাঠ, ভাল মুহূর্তে ৪৯ তম সেঞ্চুরি করার জন্য আর কিছু হতে পারত না। মাস্টার তোমাকে অভিনন্দন।''

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code