বিস্ময় প্রতিভা! কৃতিকার দক্ষতা স্বীকৃতি পেলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

kritika



কৃতিকা দাস । জলাপাইগুড়ি অরবিন্দ নগরের বাসিন্দা । বয়স মাত্র ২ বছর ৭ মাস। তবে এই ছোট্ট বয়সেই নজর কেড়ে নিয়েছে কৃতিকা। মাত্র ২ মিনিট ৪০ সেকেন্ড সময়ে বিভিন্ন রাজ্যের রাজধানী, দেশের রাজধানী, বিভিন্ন ফলের নাম, ঋতুর নাম, মাসের নাম প্রভৃতি অনায়াসে বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলে নিয়েছে সে।

বাবা হাইস্কুল শিক্ষক সুশান্ত দাস জানিয়েছেন, মেয়ের এই সাফল্যে পরিবারের সকলে, আত্মীয় স্বজন অত্যন্ত খুশি। মেয়ে ভবিষ্যতে নিজে থেকে যা হতে চায় তা সাপোর্ট করবেন ।

কৃতিকার মা নন্দিতা রায় জানিয়েছেন, মেয়ের যখন দেড় বছর বয়স তখন থেকেই প্রতিটা জিনিস সহজে মনে রাখতে শুরু করে। আস্তে আস্তে নিজেই মেয়েকে পড়ানোর দায়িত্ব নেন ।

এতো কম বয়সে খুব সহজেই মনে রেখে সব কিছু বলে দিতে পারার কৃতিকার এই দক্ষতা এবার স্বীকৃতি পেলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও।