ডাকাতির ছক কষার আগেই  সিঙ্গিমারীতে গ্রেফতার ডাকাত দল

dacoity



ডাকাতির ছক কষার আগেই সিঙ্গিমারীতে গ্রেফতার ডাকাত দল,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা।

শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিতাই সাগরদিঘী ব্রিজের কাছে সিঙ্গীমারী নদীর চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করে সিতাই থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ টি তাজা বোমা, ৫ টি টিনের খালি জর্দা কৌটা, ১০ প্যাকেট চকলেট বোমা, পাটের দড়ি, লোহার রড, ৪ টি ছোট টর্চ লাইট, ২ টি গ্যাস লাইটার।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে গ্রেফতার ব্যাক্তিদের নাম টুটুল বর্মণ (বাড়ি বিআর চাত্রা), প্রসেনজিৎ বিশ্বাস (বাড়ি 537 সিঙ্গিমারী), মাহলম সেখ (বাড়ি কানাইমারা, অসম),আনিসুল ইসলাম(বাড়ি কানাইমারা, অসম), বাসের আলী(বাড়ি কানাইমারা, অসম)।