Word Cup Final: ১৩০ কোটি ভারতীয়র মন ভেঙে বিশ্বকাপের ফাইনালে হারলো ভারত
১৩০ কোটি ভারতীয়র মন ভেঙে বিশ্বকাপের ফাইনালে হারলো ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে কার্যত হেরে গিয়ে গোটা ভারতবাসীর মনে বিষাদের ছায়া ফেলে দিল টিম ইন্ডিয়া। গোটা বিশ্বকাপে এক ম্যাচেও হারেনি ভারত। বিশ্বকাপে অপরাজেয় ভারতীয় ক্রিকেট টিমের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ ঘিরে উন্মাদনা চোখে পড়েছে কোচবিহার থেকে কাকদ্বীপ সহ সারা দেশে। এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করতে আসা ভারতীয় দলকে ২৫০-ই করতে দিল না অস্ট্রেলিয়া।
প্রথম ব্যাট করতে নেমে এদিন রোহিত ও গিল ওপেন করতে নামে। পঞ্চম বলেই ৩০ রানের মাথায় ৫ রানে আউট হয়ে যায় গিল। প্রথম ধাক্কা কাটিয়ে উঠে কিছুটা ফিরতে চেষ্টা করলেও দ্বিতীয় উইকেট হারায় ভারত। ৪৭ রান করে ফেরেন রোহিত। কোহলির সাথে সঙ্গ দিতে আসে আইয়ার। কিন্তু ৪ রান করেই ফেরেন আইয়ার। ৬৩ বলে ৫৪ রান করেই ফেরেন কোহলি। ম্যাচকে এগিয়ে নিয়ে যেতে থাকে রাহুল। ১০২ বলে ৬৬ রান করে রাহুল। জাদেজা করে ৯ রান। সূর্য করে ১৮। বুমরাহ ৬, শামি ১ করে ফেরেন। সিরাজ ১০ ও যাদব ৯ রান করেন। ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪০ রানের স্কোর গড়েন ভারত।
অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের টার্গেট। আর অস্ট্রেলিয়াকে আটকাতে ভারতের বোলিং লাইন আপের দিকে নজর ছিল গোটা ক্রিকেট বিশ্বের প্রথম দিকে ভালোই ধাক্কা দেয় টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপ। প্রথম তিন উইকেট তুলে কার্যত ম্যাচকে অনেকটাই শ্বাস দেয় বুমরাহ ও শামি। ওয়ার্নার ৭, মার্শ ১৫ ও স্মিথ ৪ রান করে ফেরেন। ক্রিজে জুটি বাঁধেন হেড ও লাবাচাঙ্গে। হেডের দুর্দান্ত শতরান আর লাবাচাঙ্গের অর্ধ শতরানের ভর করে বিশ্ব ক্রিকেটে ফের একবার সেরা হলো ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০০৩-র সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ ফাইনালে রানার্স হয় ভারত। কুড়ি বছর পর ফের পুনরাবৃত্তি । রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়ার হার সারা দেশবাসীকে বিষাদে ভরিয়ে দিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊