Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইগনু কলকাতা আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি ও প্রজাতন্ত্র দিবস উদযাপন

ইগনু কলকাতা আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি ও প্রজাতন্ত্র দিবস উদযাপন

IGNOU Regional Centre Kolkata, Vande Mataram 150th Anniversary, Republic Day 2026, Academic Counsellors Orientation, Satyapriya Roy College of Education, Dr Sujata Dutta Hazarika, Prof Nirmal Kanti Chakrabarti, ইগনু কলকাতা, বন্দে মাতরম ১৫০ বছর, প্রজাতন্ত্র দিবস ২০২৬, শিক্ষামূলক কর্মশালা


কলকাতা, ২৭ জানুয়ারি ২০২৬: ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এর কলকাতা আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে 'বন্দে মাতরম'-এর ১৫০তম বর্ষপূর্তি ও ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার বিধাননগরের সত্যপ্রিয় রায় কলেজ অব এডুকেশন-এর ইগনু লার্নার সাপোর্ট সেন্টারে এই স্মরণ অনুষ্ঠানের পাশাপাশি অ্যাকাডেমিক কাউন্সেলরদের জন্য একটি ওরিয়েন্টেশন কর্মসূচিরও আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্জ্বলন এবং বিশিষ্ট অতিথিদের সংবর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সত্যপ্রিয় রায় কলেজ অব এডুকেশন-এর কোরাস দল এবং ইগনু আঞ্চলিক কেন্দ্র কলকাতার যৌথ উদ্যোগে 'বন্দে মাতরম' গানটি পরিবেশিত হয়, যা সমগ্র অনুষ্ঠানে এক ভাবগ গম্ভীর ও দেশাত্মবোধক আবহ সৃষ্টি করে।

স্বাগত ভাষণে ইগনু আঞ্চলিক কেন্দ্র কলকাতার সিনিয়র রিজিওনাল ডিরেক্টর ড. সুজাতা দত্ত হাজারিকা প্রজাতন্ত্রের সাংবিধানিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্য গঠনে 'বন্দে মাতরম'-এর চিরন্তন গুরুত্বের কথা উল্লেখ করেন। সত্যপ্রিয় রায় কলেজ অব এডুকেশনের অধ্যক্ষ ড. সুবীর নাগ তাঁর বক্তব্যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউজেএস (NUJS) কলকাতার প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. নির্মল কান্তি চক্রবর্তী। তিনি উচ্চশিক্ষায় সাংবিধানিক আদর্শের প্রাসঙ্গিকতা এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে 'বন্দে মাতরম'-এর গভীর দার্শনিক প্রভাব সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন। এছাড়া সম্মানীয় অতিথি প্রফেসর রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায় গানটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য এবং বিশেষ অতিথি ড. বিক্রমজিৎ দে জাতীয় চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ গঠনে এর ভূমিকা ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অ্যাকাডেমিক কাউন্সেলরদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই পর্বে ড. অজয় কুমার বেহেরা (ডেপুটি ডিরেক্টর) এবং ড. সান্তনু মুখার্জি (অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ডিরেক্টর)-এর নেতৃত্বে কাউন্সেলিং পদ্ধতি, শিক্ষার্থী সহায়তা ব্যবস্থা, মূল্যায়ন প্রক্রিয়া এবং অনলাইন কাউন্সেলিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code