Latest News

6/recent/ticker-posts

Ad Code

একলব্য মেধা অন্বেষণ ২০২৩ এর প্রথম পর্বের পরীক্ষা হলো আজ

একলব্য মেধা অন্বেষণ ২০২৩ এর প্রথম পর্বের পরীক্ষা হলো আজ 

ekalavya



একলব্য রেফারিড জার্নালের গবেষক গোষ্ঠীর তত্বাবধানে একলব্য প্রকাশনীর ব্যবস্থাপনায় বাংলা মাধ্যমের প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য ২০১৯ সাল থেকে শুরু হয় একলব্য মেধা অন্বেষণ । করোনার কারনে পর পর তিন বছর বন্ধ থাকবার পর ২০২৩ সালে পুনরায় শুরু হলো এই পরীক্ষা।

আজ আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রথম পর্বের পরীক্ষা সম্পন্ন হয় মোট ২ টি কেন্দ্রে। আরও একাধিক কেন্দ্রে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে এই পরীক্ষা।

আজ দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত পরীক্ষা চলে। অভিভাবকদের বক্তব্য- 'অত্যন্ত মান সম্পন্ন পরীক্ষা অনুষ্ঠিত হলো। পরীক্ষা সিস্টেম খুব ভালো লেগেছে।"

ছাত্রছাত্রীরাও বেশ আনন্দিত একলব্য মেধা অন্বেষণ পরীক্ষা দিতে পেরে।

পরীক্ষা নিয়ামক ফজলে রহমান জানিয়েছেন- " মোট ১০ টি কেন্দ্রে একলব্য মেধা অন্বেষণ ২০২৩ অনুষ্ঠিত হবে। আজ প্রথম পর্বের পরীক্ষা শুরু হলো। দুটো কেন্দ্রেই নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code