একলব্য মেধা অন্বেষণ ২০২৩ এর প্রথম পর্বের পরীক্ষা হলো আজ
একলব্য রেফারিড জার্নালের গবেষক গোষ্ঠীর তত্বাবধানে একলব্য প্রকাশনীর ব্যবস্থাপনায় বাংলা মাধ্যমের প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য ২০১৯ সাল থেকে শুরু হয় একলব্য মেধা অন্বেষণ । করোনার কারনে পর পর তিন বছর বন্ধ থাকবার পর ২০২৩ সালে পুনরায় শুরু হলো এই পরীক্ষা।
আজ আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রথম পর্বের পরীক্ষা সম্পন্ন হয় মোট ২ টি কেন্দ্রে। আরও একাধিক কেন্দ্রে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে এই পরীক্ষা।
আজ দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত পরীক্ষা চলে। অভিভাবকদের বক্তব্য- 'অত্যন্ত মান সম্পন্ন পরীক্ষা অনুষ্ঠিত হলো। পরীক্ষা সিস্টেম খুব ভালো লেগেছে।"
ছাত্রছাত্রীরাও বেশ আনন্দিত একলব্য মেধা অন্বেষণ পরীক্ষা দিতে পেরে।
পরীক্ষা নিয়ামক ফজলে রহমান জানিয়েছেন- " মোট ১০ টি কেন্দ্রে একলব্য মেধা অন্বেষণ ২০২৩ অনুষ্ঠিত হবে। আজ প্রথম পর্বের পরীক্ষা শুরু হলো। দুটো কেন্দ্রেই নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊