ফাইনালে ২৪০-এ অল আউট ভারত, ভরসা বোলিং 

World Cup 2023


গোটা বিশ্বকাপে এক ম্যাচেও হারেনি ভারত‌। বিশ্বকাপ কি ভারত জিতবে? এই প্রশ্নের ঘুরপাকে আজ আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স। ব্যাট করতে আসা ভারতীয় দলকে ২৫০-ই করতে দিল অস্ট্রেলিয়া।




এদিন রোহিত ও গিল ওপেন করতে নামে। পঞ্চম বলেই ৩০ রানের মাথায় ৫ রানে আউট হয়ে যায় গিল। প্রথম ধাক্কা কাটিয়ে উঠে কিছুটা ফিরতে চেষ্টা করলেও দ্বিতীয় উইকেট হারায় ভারত। ৪৭ রান করে ফেরেন রোহিত। কোহলির সাথে সঙ্গ দিতে আসে আইয়ার। কিন্তু ৪ রান করেই ফেরেন আইয়ার। ৬৩ বলে ৫৪ রান করেই ফেরেন কোহলি। ম্যাচকে এগিয়ে নিয়ে যেতে থাকে রাহুল। ১০২ বলে ৬৬ রান করে রাহুল। জাদেজা করে ৯ রান। সূর্য করে ১৮। বুমরাহ ৬, শামি ১ করে ফেরেন। সিরাজ ১০ ও যাদব ৯ রান করেন। ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪০ রানের স্কোর গড়েন ভারত।




এই মুহূর্তে ভারতের বোলিং লাইন আপ যদি ভালো খেলে তবে এই ম্যাচ জেতা সহজ হবে ভারতের পাশাপাশি তৃতীয়বার বিশ্বকাপের খেতাব জয় হবে। অস্ট্রেলিয়ার সামনে ২৪১ রানের টার্গেট। আর অস্ট্রেলিয়াকে আটকাতে ভারতের বোলিং লাইন আপকে জ্বলে উঠতে হবে। এখন দেখার কি হয়।