আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার, টাইমড আউট হয়ে মাঠ ছাড়লেন ম্যাথিউজ, ঠিক কি ঘটেছিল ?
ক্রিকেটের ইতিহাসে প্রথমবার! হ্যাঁ, আইসিসির তরফেই জানানো হয়েছে তেমনিই। কোনোরূপ বল ফেস না করেই মাঠ ছাড়তে হল শ্রীলঙ্কার ক্রিকেটার ম্যাথিউজকে। এমনটাই ঘটল এদিন বাংলাদেশের বিরুদ্ধে।
নিজের নির্ধারিত ব্যাটিং পজিশনেই ব্যাটিং করতে নামেন শ্রীলঙ্কার ক্রিকেটার ম্যাথিউজ। শ্রীলঙ্কার ইনিংসের চতুর্থ উইকেট পড়ার পর মাঠে নামতে কিছুটা দেরি করেন ম্যাথিউজ। তারইমধ্যে ক্রিজে এসে তিনি দেখেন যে হেলমেটে কিছুটা সমস্যা আছে। হেলমেটের সমস্যা মেটাতে কাউকে কিছু না বলেই হেলমেট পরিবর্তন করতে যান তিনি। আর তাতেই রীতিমতো বিরক্ত হয়ে যান বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। সেইসময় ‘টাইমড আউট’-র আবেদন জানান বাংলাদেশের অধিনায়ক। নির্ধারিত দু'মিনিটের মধ্যে স্ট্রাইক না নেওয়ায় ক্রিকেটের আইন মেনে ম্যাথিউজকে আউট দিয়ে দেন আম্পায়াররা। এই বিরল ঘটনার সাক্ষী থাকলো গোটা ক্রিকেট দুনিয়া।
জানা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার কোনো খেলোয়াড় টাইমড আউট হল এদিন। এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল গোটা নেট দুনিয়ায়। এমনকি দেখা যায় আম্পায়ার আউট দেওয়ার পর আম্পায়ার ও বাংলাদেশ অধিনায়কের সঙ্গে বেশ কয়েকবার হেলমেটের সমস্যার কথা আলোচনা করছিলেন ম্যাথিউজ । কিন্তু কোনোমতে রাজি হননি শাকিব। ফলে মাঠ ছাড়তে হয় ম্যাথিউজকে। এক বলও না খেলে প্যাভিলিয়নে যেতে হল শ্রীলঙ্কার বর্ষীয়ান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউট হলেন ম্যাথিউজ।
জানা যাচ্ছে টাইমড আউটের নিয়মানুযায়ী, ”উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান অবসৃত হওয়ার পর নতুন ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। এই শর্ত পূরণ করতে না পারলে নতুন ব্যাটসম্যান আউট হবেন। সেই আউট টাইমড আউট নামে পরিচিত।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊