Happy Dhanteras wishes, images, status, WhatsApp messages and greetings

digital greetings


ধনতেরাস মানে যে আদতে ‘ধন’ নয়, লক্ষ্মীপুজো নয়, সোনাদানা কেনা নয়, তা জানেন কি? এও কি জানেন, যে ভারত সরকারের আয়ুর্বেদ, যোগ, ন্যাচারোপ্যাথি, উনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি (সংক্ষেপে AYUSH) মন্ত্রক এই দিনটিকে ‘জাতীয় আয়ুর্বেদ দিবস’ হিসেবে পালন করে আসছে ২৮ অক্টোবর, ২০১৬ থেকে?


ধন্বন্তরী একজন আয়ুর্বেদ চিকিৎসক [ বিক্রমাদিত্যের নবরত্নের সভাসদ]।তাঁর প্রচারেই আয়ুর্বেদ আমাদের দেশে এতো প্রসিদ্ধ। তাই আয়ুর্বেদ ও মহৌষধের কথা উঠলেই বলা হয় ধন্বন্তরীর নাম। তিনি ত্রয়োদশী তিথিতে জন্ম গ্রহণ করেন, তাই তখন থেকেই আয়ুর্বেদ প্রেমিকরা তাঁর জন্ম তিথি ধন্বন্তরী ত্রয়োদশী হিসাবে পালন করে। হিন্দিতে এটাকে ধন্বন্তরী তেরস বা সংক্ষেপে ধনতেরস বলে। এর সাথে ধন বা অর্থের কোনো সম্পর্ক নেই। 


digital greetings
pic source: reacho.in

কবে কীভাবে এই উৎসব  ধনসম্পদের উৎসবে পরিণত হলো, কবেই বা ‘গড অফ হেলথ’ ধন্বন্তরীর জায়গায় অধিষ্ঠিত হলেন ‘গডেস অফ ওয়েলথ’ মা লক্ষ্মী, তা জানা যায় না, কিন্তু আজও বহু বাড়িতে ঘরদোর পরিষ্কার করে, সাধ্য থাকলে নতুন করে রঙ করে, ধনতেরাসের দিন সন্ধ্যাবেলা ধন্বন্তরীর পুজো করা হয়। প্রদীপ দেওয়া হয় তুলসীতলায় বা বাড়ির দোরগোড়ায়, যাতে যমরাজ এই উৎসবের আমেজে অকস্মাৎ বাধা না দিতে পারেন।

যাইহোক, আসুন প্রিয়জনদের  ধনতেরাসের শুভেচ্ছা জানাই ডিজিটাল গ্রেটিংস কার্ডে-


digital greetings




digital greetings



digital greetings



digital greetings



digital greetings