গিল-কোহলি-আইয়ারের দুর্দান্ত ব্যাটিং, শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রানের স্কোর গড়লো ভারত

India vs Srilanka



আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে মাঠে নেমেছে ভারত। টসে জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা । ভারতের হয়ে প্রথম ব্যাট করতে নেমে রোহিত ৪ রান করে ফিরতেই ম্যাচকে জোর কদমে টানতে থাকে কোহলি ও গিল। ৩০ ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন শুভমন গিল। তখন ভারতের স্কোর ১৯৩। আর তার তিন বল পর ৩১ তম ওভারের তৃতীয় বলেই বিরাট কোহলি দিলশান মাদুশঙ্কার বলে হালকা ব্যাট লাগাতেই ধরা পড়েন নিশাঙ্কার হাতে। ৯৪ বলে ৮৮ রান করে ফেরেন কোহলি।



এরপরেই মাঠে নামেন আইয়ার। অন্যদিকে রাহুল। লড়াই শুরুর চেষ্টা করে দুজনেই। রাহুল ১৯ বলে ২১ করে ফেরেন মাঠে নামেন যাদব। খেলতে থাকেন আইয়ার। ৫৬ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আইয়ার। আইয়ার ফেরার পর মাঠে লড়াই চালাতে থাকে জাদেজা। জাদেজা করে ২৪ বলে ৩৫। শেষ বলে রান আউট হয়ে মাঠ ছাড়েন জাদেজা। ভারতের স্কোর হয় ৩৫৭। 



২০১১ সালের এপ্রিলের সেই রাত ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে এখনও স্বপ্নের। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়েছিল বিশ্বকাপ ফাইনাল। আজ ফের একবার ওয়াংখেড়েতে মুখোমুখি ভারত - শ্রীলঙ্কা।