আজও স্বপ্নভঙ্গ! বিরাটের আর দরকার ছিল মাত্র ১২ রান
আজও স্বপ্নভঙ্গ! সচিনকে ছুঁয়ে নয়া নজির গড়া হল না বিরাট কোহলির। একদিনের ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় শীর্ষে ক্রিকেটের ভগবান সচিন। সচিনের ঝুলিতে ৪৯টি সেঞ্চুরি। আর এই মুহূর্তে দাড়িয়ে কোহলির ঝুলিতে ৪৮টি। গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়ে বিরাটের দিকে। আর সেই চেয়ে থাকার সময় যেন বেড়েই চলছে। আজ সেঞ্চুরি হাতছাড়া করে নিরাশ করলো বিরাট।
আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে মাঠে নেমেছে ভারত। প্রথম ব্যাট করতে নেমে রোহিত ৪ রান করে ফিরতেই ম্যাচকে জোর কদমে টানতে থাকে কোহলি ও গিল। ৩০ ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন শুভমন গিল। তখন ভারতের স্কোর ১৯৩। আর তার তিন বল পর ৩১ তম ওভারের তৃতীয় বলেই বিরাট কোহলি দিলশান মাদুশঙ্কার বলে হালকা ব্যাট লাগাতেই ধরা পড়েন নিশাঙ্কার হাতে। ৯৪ বলে ৮৮ রান করে ফেরেন কোহলি।
ম্যাচের শুরু থেকেই ভালো খেলছিল গিল ও বিরাট দুজনই। জুটি ভাঙতেই দুই ভারতীয় ব্যাটার পরপর ফেরত গেলেন সাজঘরে। একদিকে ৯২ বলে ৯২ রান করে ফেরেন গিল অন্যদিকে ৯৪ বলে ৮৮ করে ফিরলেন বিরাট।
বিরাট কোহলির ভিন্ন স্টাইল দেখা গেছে ২০২৩ সালের বিশ্বকাপে। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে দলের হয়ে অনেক ম্যাচ জিতেছেন চেজ মাস্টার বিরাট। বুদ্ধিমান ইনিংস ছাড়াও তার ব্যাট থেকে বড় শটও দেখা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊