ODI World Cup 2023: সিরাজ-শামির আগুনে বোলিং, শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমি ফাইনালে ভারত
একের পর এক উইকেট খুইয়ে ৩ অঙ্কের ঘরে না পৌঁছাতেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ভারতের ৩৫৭ রানের বড় স্কোরের জবাবে মাত্র ৫৫ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। বিশ্বকাপের মঞ্চে আজ এক বড় জয় পেল টিম ইন্ডিয়া।
আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে মাঠে নেমেছে ভারত। টসে জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা । ভারতের হয়ে প্রথম ব্যাট করতে নেমে রোহিত ৪ রান করে ফিরতেই ম্যাচকে জোর কদমে টানতে থাকে কোহলি ও গিল। ৩০ ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন শুভমন গিল। তখন ভারতের স্কোর ১৯৩। আর তার তিন বল পর ৩১ তম ওভারের তৃতীয় বলেই বিরাট কোহলি দিলশান মাদুশঙ্কার বলে হালকা ব্যাট লাগাতেই ধরা পড়েন নিশাঙ্কার হাতে। ৯৪ বলে ৮৮ রান করে ফেরেন কোহলি।
এরপরেই মাঠে নামেন আইয়ার। অন্যদিকে রাহুল। লড়াই শুরুর চেষ্টা করে দুজনেই। রাহুল ১৯ বলে ২১ করে ফেরেন মাঠে নামেন যাদব। খেলতে থাকেন আইয়ার। ৫৬ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আইয়ার। আইয়ার ফেরার পর মাঠে লড়াই চালাতে থাকে জাদেজা। জাদেজা করে ২৪ বলে ৩৫। শেষ বলে রান আউট হয়ে মাঠ ছাড়েন জাদেজা। ভারতের স্কোর হয় ৩৫৭।
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলিং লাইন আপের সামনে কার্যত ছোটো শিশুর মতো ব্যাটিং করছিল টিম শ্রীলঙ্কা। একের পর এক উইকেট খুইয়ে ৫৫ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। ৩০২ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারত। প্রথম পাঁচ ব্যাটার কার্যত কোনো রানেই গড়তে পারেনি। নিশাঙ্খা, দিমুথ, শাদিরা ফেরে খালি হাতেই। এদিন প্রথম ওভারে প্রথম উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ঝটকা দেন বুমরাহ আর এরপরের ওভারেই সিরাজ। একের পর এক উইকেট তুলতে থাকে ভারতীয় বোলাররা। মেন্ডিস ও আশালঙ্কা করে ১ রান করে। এদিন দুশন আর দুশমন্ত ফেরে খালি হাতে। ম্যাথিউস ও থিকসানা ১২ রান করে করেন এবং শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান ১৪ যা করে রাজিথা। ১৯.৪ ওভারে ৫৫ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা।
ভারতের হয়ে এদিন পাঁচটি উইকেট নেয় শামি, সিরাজ তিনটি ও জাদেজা ও বুমরাহ একটি করে উইকেট নেন। আর এই জয়ের পর অষ্টমবারের মতো বিশ্বকাপের সেমি ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল ভারত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊