নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম নির্দেশ! বেঁধে দেওয়া হল ডেডলাইন


Supreme court



শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শেষ করতে তৎপর করে দিল সুপ্রিমকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের ডেডলাইন বেঁধে দিল শীর্ষ আদালত। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিমকোর্টে। সুপ্রিমকোর্ট সেই মামলা হাইকোর্টেই ফেরৎ পাঠালো। হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির নির্দেশ দিল শীর্ষ আদালত।

SSC-র মাধ্যমে, গ্রুপ C গ্রুপ D-র কর্মী নিয়োগের পাশাপাশি নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে যে মামলাগুলো বিচারাধীন ছিল সেগুলোর চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা হয়।

এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ নির্দেশে সব মামলাই কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করে শুনানি করতে বলেছে। আগামী ৬ মাসের মধ্যে বিচারপর্ব শেষ করতে হবে। এরপরই, CBI-কে সময় বেঁধে দেয় সর্বোচ্চ আদালত। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী নির্দেশে বলেন, ২ মাসের মধ্যে CBI তদন্ত শেষ করবে। সেই তদন্তের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।