Man of the Tournament World Cup 2023: ম্যান অব দ্য টুর্নামেন্ট হলেন বিরাট কোহলি 

Virat Kohli


বিশ্বকাপের (ODI World Cup 2023) সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ছিলেন নয় জন। আইসিসির তরফে প্রকাশিত হয় তালিকা। রবিবার শেষ ম্যাচ বিশ্বকাপের অর্থাৎ ফাইনাল ম্যাচে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। আর তার আগে আইসিসির তরফে সেরার দৌড়ে থাকা নয় খেলোয়াড়ের নাম ঘোষনা করা হয় আইসিসির তরফে। এই নয়জনের মধ্যে একজনকে সেরা খেলোয়াড় হিসেবে বিরাট কোহলির নাম ঘোষনা করলো আইসিসি।




আইসিসির তরফে প্রকাশিত সেই তালিকায় শীর্ষেই রয়েছেন বিরাট কোহলি। ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ওডিআই ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরির মালিক এখন বিরাট। এই বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহকের পাশাপাশি, সর্বোচ্চ উইকেটশিকারিও ভারতীয়। সর্বোচ্চ রান শিকারী এপর্যন্ত বিরাট তেমনই সর্বোচ্চ উইকেটশিকারি শামি। তিনিও রয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে। রয়েছেন বুমরাহও। নিজের নির্ভীক ব্যাটিংয়ে বিশেষজ্ঞ থেকে সমর্থক, সকলেরই মন জয় করে নেওয়া ভারতের অধিনায়ক রোহিত শর্মাও ছিলেন তালিকায়। ভারতীয় দলের চার তারকার পাশাপাশি রবিবাসরীয় ফাইনালে তাঁদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পাও ছিলেন এই তালিকায়। কুইন্টন ডি'কক রয়েছেন সেরার দৌড়ে। রয়েছেন নিজের প্রথম বিশ্বকাপেই তাক লাগিয়ে দেওয়া রচিন রবীন্দ্রও। রয়েছেন রচিনের সতীর্থ ডারিল মিচেলও। সবাইকে ছাপিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট জয় বিরাটের।



মোদী স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হলেও এই বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলেন বিরাট কোহলি। পুরো বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের ধারা বজায় রেখে অপরাজেয় ভারত আজ অস্ট্রেলিয়ার কাছে হারলো ভারত। পুরো বিশ্বকাপে একাধিক রেকর্ড করেছেন বিরাট। ভেঙেছেন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের রেকর্ডও। হাঁকিয়েছেন সেঞ্চুরিও। আর তারই পুরষ্কারস্বরূপ ম্যান অব দ্য টুর্নামেন্ট হলেন বিরাট। আর সেই পুরষ্কার বিসিসিআই সভাপতি রজার বিনির হাত থেকে নিলেন কোহলি। তবে এই পুরষ্কার জিতলেও ক্রিকেট বিশ্বের সিংহাসন যে হাতছাড়া করে ফেললো ভারত সেই বিষাদ রয়েছে সকল ক্রিকেটারের মনে।