Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভালোবেসে বিয়ে করে শ্বশুরবাড়ির দরজায় ধরনায় বসলেন বাড়ির বউমা

ভালোবেসে বিয়ে করে শ্বশুরবাড়ির দরজায় ধরনায় বসলেন বাড়ির বউমা

Dharna


আসানসোল

ভালোবেসে বিয়ে করে শ্বশুরবাড়ির দরজায় ধরনায় বসলেন বাড়ির বউমা। ঘটনাটি ঘটেছে মুরালি পুকুর অঞ্চলে। বিবাহিতা মহিলার নাম সুস্মিতা দাস। স্বামীর নাম অনিমেষ দাস।



জানা যায়, এক বছর আগের সুস্মিতাকে অনিমেষ ভালোবেসে বিয়ে করে বাড়ির অমতে। বিয়ের পর থেকে তারা বাড়ি ভাড়া করে সংসার পেতেছিলেন।



ভালোই চলছিল কিন্তু হঠাৎ, অনিমেষ দাস কাজের নাম করে তার ভাড়া বাড়িতে বউকে রেখে সে চলে যায় নিজের বাড়িতে। সুস্মিতা তার শ্বশুরবাড়িতে গেলে স্বামী অনিমেষ দাস, শশুর অমল দাস এবং শাশুড়ি তাকে বাড়ির বউ পরিচিতি দিতে অস্বীকার করে।




সুস্মিতা তার শ্বশুর শাশুড়ি কে জানায় অনিমেষ তাকে বিয়ে করেছে, তারা মুরালি পুকুরে ভাড়া বাড়িতে এক বছর সংসার করেছে। সুস্মিতার কথায় স্বামী অনিমেষ দাস তাকে বউ হিসেবে অস্বীকার করে। শশুর শাশুড়ি তাকে বাড়ি থেকে বার করে দিলে সে বাড়ির দরজায় ধরনায় বসে যায় সঙ্গে গোপাল ঠাকুর নিয়ে।



এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়। এলাকায় জড়ো হয়ে যায় সাধারণ মানুষ থেকে এলাকাবাসী। ঘটনার খবর দেওয়া হয়েছে প্রশাসনকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code