World Cup 2023: ইতিহাস গড়লো আফগানিস্তান, ODI-র ইতিহাসে প্রথমবার হারালো পাকিস্তানকে
বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়লো আফগানিস্তান। প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে নজির সৃষ্টি আফগানিস্তানের। আজ বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের ক্রিকেট টিম। আর সেই মঞ্চে পাকিস্তানকে চূর্ণ করে নয়া নজির সৃষ্টি করলো আফগানিস্তান। ছয় বল বাকি থাকতে আট উইকেটে জয় নিশ্চিত করে আফগানিস্তানের ক্রিকেটাররা। বিশ্বকাপের ইতিহাসে চরম লজ্জার মুখে পড়লেন বাবর আজমরা। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এত রান তাড়া করে কোনও দল জিততে পারেনি।
টসে জিতে প্রথম ব্যাটিং নিয়ে ৫০ ওভারে সাত উইকেটে ২৮২ রান তোলে পাকিস্তান। শুরুর দিকে ভালোই খেলছিল পাকিস্তান। ১০ ওভারে ৫৬ রান তুলে ফেলেন ইমাম-উল-হক এবং আবদুল্লা শফিক। একাদশ ওভারের প্রথম বলেই সেই জুটি ভাঙেন নুর আহমেদ। যিনি বিশ্বকাপের কনিষ্ঠতম খেলোয়াড়। এরপর দ্বিতীয় উইকেটে ৫৪ রান যোগ করেন তাঁরা। ৭৫ বলে ৫৮ রান করে আবদুল্লা আউট হয়ে গেলেও পাকিস্তানকে টানতে থাকেন বাবর। ৯২ বলে ৭৪ রান করে বাবর। ২৭ বলে ৪০ রান করেন ইফতিকার। ৩৮ বলে ৪০ রান করেন শাদাব। তাঁদের সৌজন্যেই ২৮০ রানের গণ্ডি পার করে পাকিস্তান।
জবাবে আফগানিস্তান প্রথম উইকেটে ২১.১ ওভারে তাঁরা ১৩০ রান যোগ করেন। ৫৩ বলে ৬৫ রান করে আউট হয়ে যান গুরবাজ। ৩৩.৩ ওবারে হাসান আলির বলে আউট হয়ে যান জারদান। ১১৩ বলে ৮৭ রান করেন। শেষপর্যন্ত তৃতীয় উইকেটে তাঁরা অপরাজিত ৯৬ রান যোগ করে আফগানিস্তানকে ঐতিহাসিক ম্যাচে জেতান। ৮৪ বলে ৭৭ রান করেন রহমত। ৪৫ বলে ৪৮ রান করেন অধিনায়ক হাশমতউল্লাহ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊