নবমীর দিনেই ট্রেন দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১৫
আজ নবমী। আর নবমীতে বাংলাদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর। সোমবার দুপুর সোয়া তিনটে নাগাদ দুটি ট্রেনের সংঘর্ষ ঘটে বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর। ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় পুলিশ অফিসার সিরাজুল ইসলাম জানিয়েছেন যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও উদ্ধারকাজ চলছে।
জানা যাচ্ছে, কিশোরগঞ্জের ভৈরবের কাছে ঘটে এই দুর্ঘটনা। মালগাড়ির সঙ্গে এগারোসিন্ধুর এক্সপ্রেসের মুখোমুখি ধাক্কায় এগারোসিন্ধুর এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। কয়েকটি বগি উলটে যায় বলেও খবর। যাত্রীবাহী ট্রেনের দুর্ঘটনাগ্রস্ত কোচগুলি কাটা হচ্ছে। চলছে উদ্ধারকার্য। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সেই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনায় শোকের ছায়া বাংলাদেশ জুড়ে।
দমকলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার জানিয়েছেন, ইতিমধ্যে ১৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হচ্ছে। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে খবর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান সবুজ জানান,দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে দমকল বিভাগের কর্মীরা। এছাড়া উদ্ধারকাজে যোগ দিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
প্রথম আলো সংবাদ মাধ্যম থেকে জানা যায়, "মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল, আর যাত্রীবাহী এগারোসিন্ধুর ট্রেনটি যাচ্ছিল ভৈরব থেকে ঢাকার দিকে। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এ সময় যাত্রীবাহী ট্রেনের দুটি বগি উল্টে যায়। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয় লোকজন।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊