WBSSC: শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন

students and teacher


শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে আদালতের নির্দেশ মতো কাউন্সিলিংয়ের দিনক্ষন জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন।


পূজার আগেই আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করে দিল কমিশন। আজ নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সেলিং এর তারিখ সময় জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


আদালত নির্দেশে জানিয়েছিল, স্কুল সার্ভিস কমিশন (WBSSC) চাইলে কাউন্সিলিং করতে পারবে। অর্থাৎ মেরিট লিস্টের চাকরিপ্রার্থীরা কে কোন স্কুলে যাবেন, সেই বাছাই প্রক্রিয়া কমিশন শুরু করতে পারবে। তবে এখনই তাঁদের হাতে কোন সুপারিশপত্র দেওয়া যাবে না।


পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ নভেম্বর থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত । পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে। এদিন স্কুল সার্ভিস কমিশন (WBSSC) ১৩,৩৩৯ জনের মেধাতালিকা প্রকাশ করেছে।


প্রসঙ্গত উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগ হয়নি প্রায় ১০ বছর। ২০১৪ সাল থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া চলছে। ১৪ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে এই নিয়োগের ক্ষেত্রে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে এসএসসি বলেই দাবি আধিকারিকদের।


এর আগে নিয়োগের তৈরি মেধাতালিকা প্রকাশিত হয়েও দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে। নতুন করে ইন্টারভিউ নেওয়ার পর ফের প্রকাশিত হয়েছে প্যানেল। এবার পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং । এখন দেখার কবে আদালতের নির্দেশে বিদ্যালয়ে আসার ছাড়পত্র পায় নব নির্বাচিত শিক্ষকরা।

Notice for 1st phase counseling of candidates of 1ST SLST, 2016 for recruitment of Assistant Teachers (Upper Primary) in State Govt. aided/sponsored Schools (Except Hill Region).  .com/blogger_img_proxy/    

Click here to view the Notice    .com/blogger_img_proxy/