এবার ১৪ দিনের জেল হেফাজত তৃণমূলের জেলা যুব সভাপতি তথা পুরসভার ভাইস চেয়ারম্যানের

saikat chaterjee



আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্ত জলপাইগুড়ি তৃণমূলের যুব সভাপতি তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে ১৬ অক্টোবর ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলো জলপাইগুড়ি সিজেএম আদালত। আজ ফের জলপাইগুড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন। ফলে এবার পূজা কাটবে সংশোধনাগারেই।

প্রসঙ্গত গত ১ এপ্রিল জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা সুবোধ ও অপর্না ভট্টাচার্য আত্মহত্যা করেন। আত্মহত্যার জন্য চারজন কে দায়ী করে যান দম্পতি। তিনজন গ্রেফতার হলেও জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সৈকত চট্টোপাধ্যায়। গত ১৬ জুন হাইকোর্টে জামিনের আবেদন নাকচ হয়ে যেতেই গ্রেফতার এড়াতে কার্যত গা ঢাকা দেন তিনি। গতদিন সুপ্রিম কোর্টের নির্দেশে জেলা আদালতে হাজির হন সৈকত। সিজেএম আদালতে জামিনের আবেদন জানান। জামিনের আবেদন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ জলপাইগুড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালত।

আগামী ১/১১/২৩ তারিখে ফের আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জী।