Primary TET: প্রাথমিক টেটের প্রশ্ন কেমন হবে, মানতে হবে কি কি, জানালো পর্ষদ
এবছরেও হতে চলেছে প্রাথমিক টেট (TET 2023)। আগামী ১০ই ডিসেম্বর ২০২৩ সারা রাজ্যে হতে চলেছে এই পরীক্ষা(TET 2023)। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আয়োজিত প্রাথমিক টেট (TET 2023) ১০ই ডিসেম্বর বেলা ১২টা থেকে ২টা ৩০ পর্যন্ত হবে পরীক্ষা (TET 2023)। ইতিমধ্যে কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন আসবে, বিষয়ভিত্তিক পাঠ্যক্রম ও প্রশ্নপত্রের ধরন কেমন হবে, তা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)।
মোট ১৫০ নম্বরের পরীক্ষায় সময় থাকবে ২ঘন্টা ৩০ মিনিট। পাঁচটি বিষয়ের প্রতিটিতে ৩০টি করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নমান ১। থাকছে না নেগেটিভ মার্কিং অর্থাৎ ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রথম ও দ্বিতীয় ভাষা ছাড়া প্রতিটি বিষয়ের প্রশ্নাবলিই থাকবে দুটি ভাষায়, ইংরেজি ও বাংলা। চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগগি, গণিত ও পরিবেশ বিজ্ঞান এবং ল্যাঙ্গুয়েজ ১ , ল্যাঙ্গুয়েজ ২ এই পাঁচটি বিষয় রয়েছে।
পাশাপাশি পর্ষদের তরফে ইতিমধ্যে একাধিক নিয়ম কানুন জানিয়ে দেওয়া হয়েছে। কি কি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়া যাবে তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, প্রার্থীকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড নিয়ে নির্ধারিত কেন্দ্রের নির্ধারিত সিটে বসেই পরীক্ষা (TET 2023) দিতে হবে অন্য কোন অবস্থাতেই কেন্দ্র সুপারিনটেনডেন্ট কর্তৃক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেবে না।
পরীক্ষা কেন্দ্রে কোনও লিখিত কাগজ (ছাপা বা হাতে লেখা), কাগজের টুকরো, জিওমেট্রি বা পেনসিল বক্স, প্ল্যাস্টিক পাউচ, ক্যালকুলেটর, স্কেল, লেখার প্যাড, পেন ড্রাইভ, রবার, লগ টেবিল, বৈদ্যুতিন পেন বা স্ক্যানার, কার্ডবোড, মোবাইল, ব্লু-টুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, হেল্থ ব্যান্ড, যে কোনও ধরনের ঘড়ি বা হাতঘড়ি, ক্যামেরা, ওয়ালেট, গগলস, হ্যান্ডব্যাগ, গহনা, অথবা এমন কোনও সামগ্রী যা অসৎ উপায় অবলম্বন করায় সাহায্য করতে পারে বা যোগাযোগের যন্ত্র যেমন ক্যামেরা, ব্লু-টুথ নিয়ে প্রবেশ করা যাবে না। চা, কফি, কোল্ড ড্রিঙ্ক বা স্ন্যাকস জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না।
পাশাপাশি আরও জানানো হয়েছে, টেট উত্তীর্ণ হওয়া নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতার মানদণ্ড। টেট পাশ করলেই চাকরি নয়। ২০২৩ সালের উত্তীর্ণরা চাইলেই ভবিষ্যতে যে কোনও প্রাথমিক টেট-এ অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি টেটে অংশগ্রহন করার কোনো সীমাবদ্ধতা নেই। প্রার্থীরা যতবার ইচ্ছে টেটে বসতে পারে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊