Weather Update: ভারী বৃষ্টির পূর্বাভাস, সাথে ঝোড়ো হাওয়া, জানুন আবহাওয়ার খবর 

Weather Update



পূজার আর হাতে গোনা কয়দিন বাকি, তবু চলছে বৃষ্টি। লাগাতার বৃষ্টিতে থমকে গেছে উৎসবের প্রস্তুতি। এখন অপেক্ষা কবে থামবে বৃষ্টি, কবি শরতের নীল আকাশ ঝলমলিয়ে উঠবে।

আজ আবহাওয়া দপ্তর আরো ভারী বর্ষনের পূর্বাভাস জারি করেছে। আগামী ৪ থেকে ৮ অক্টোবর মূলত মেঘলা থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। সেইসাথে অল্প ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সাথে ঘন্টায় ৮-২৭ কি মি বেগে ঝোড়ো হাওয়া।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে-কোচবিহারে আগামী ৪ থেকে ৬ অক্টোবর অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ৭ অক্টোবর মাঝারি বৃষ্টি, এবং ৮ অক্টোবর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ৪ থেকে ৮ অক্টোবর বাতাসের গতিবেগ ঘন্টায় ৮-২৭ কি মি হওয়ার সম্ভাবনা আছে।

আলিপুরদুয়ারে আগামী ৪ অক্টোবর মাঝারি বৃষ্টি, ৫ থেকে ৭ অক্টোবর অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, এবং ৮ অক্টোবর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

জলপাইগুড়িতে আগামী ৪ থেকে ৬ অক্টোবর অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, ৭ অক্টোবর মাঝারি বৃষ্টি, এবং ৮ অক্টোবর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

উত্তর দিনাজপুরে আগামী ৪,৬ ও ৭ অক্টোবর মাঝারি বৃষ্টি, ৫ অক্টোবর অল্প ভারী থেকে ভারী বৃষ্টি, এবং ৮ অক্টোবর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ৪ থেকে ৮ অক্টোবর বাতাসের গতিবেগ ঘন্টায় ১৪-২৫ কি মি হওয়ার সম্ভাবনা আছে।