Latest News

6/recent/ticker-posts

Ad Code

Asian Games: ৫০ বছরের অপেক্ষায় ইতি, ডেকলথনে পদক আনলো ভারতের শংকর

৪৯ বছর পর এশিয়ান গেমসে ডেকালথন থেকে পদক আনলো ভারত

Decathlon


শুরু হয়েছে এশিয়ান গেমস। আর এশিয়ান গেমসে একের পর এক পদক জয় করছে ভারত। আজ ৪৯ বছর পর এশিয়ান গেমসে ডেকালথন থেকে পদক আনলো ভারত। ডেকাথলনে রুপো জিতলেন ভারতীয় অ্যাথলিট শংকর।  


কয়েকদিন আগেও হাইজাম্পার ছিলেন। আর এখন ডেকাথলন ভারতের প্রতিনিধিত্ব করেন। যে মাল্টি-ইভেন্টে ভারতকে রুপো এনে দিলেন তেজস্বিন। সেখান থেকে জাতীয় রেকর্ড গড়ে পদক জিতলেন তিনি। ২০১১ সালে ভারতিন্দর সিংয়ের গড়া রেকর্ডের থেকে আট পয়েন্ট বেশি পেয়েছেন। 


এদিন ৭,৬৬৬ পয়েন্ট নিয়ে ডেকাথেলন শেষ করেন তেজস্বিন। সেইসঙ্গে গড়ে ফেলেন জাতীয় রেকর্ডও। আর ৭,৮১৬ পয়েন্ট নিয়ে সোনা জেতেন চিনা অ্যাথলিট। ব্রোঞ্জ পান জাপানের ইউমা মারুয়ামা (৭,৫৬৮ পয়েন্ট)। ১৯৭৪ সালের এশিয়ান গেমসে শেষবার ডেকাথলনে পদক এসেছিল। আর ৪৯ বছর পর ফের পদক আনলো ভারত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code