Latest News

6/recent/ticker-posts

Ad Code

মায়ের বিদায় বেলায় পুঁটি মাছ আর যাত্রার ফুল, ঐতিহ্যের পরম্পরায় আজও চলছে

মায়ের বিদায় বেলায় পুঁটি মাছ আর যাত্রার ফুল, ঐতিহ্যের পরম্পরায় আজও চলছে 

শোলার ফুল যাত্রার ফুল



শারদীয়া দুর্গা পূজা মানেই যেনো শোলার ফুল । পূজায় আপামর বাঙালির কেনাকাটায় অপরিহার্য এই ফুল। আসলে ঐতিহ্যের পরম্পরায় আজও এই শোলার ফুল হাটে বাজারে বিক্রি হয়ে চলেছে। মূলত পূজার দিনগুলিতেই এর বিক্রি চলে। 

দুর্গা পূজার শেষে দশমীর দিন প্রত্যেক হিন্দু বাড়িতেই 'যাত্রা' করা হয়। কারন মা এদিন ফিরে যান। আর সেই যাত্রা যেনো শুভ হয় , বিদায় বেলা মা যেন ধরাধামে আশির্বাদ বর্ষন করেন সেই প্রত্যাশা নিয়েই মাকে বিদায় জানানো হয় এই 'যাত্রা'র মধ্যদিয়ে। একটি পুঁটি মাছ আর যাত্রার ফুল শুভ আর মঙ্গলের প্রতিক হিসাবে পূজিত হয়।


পূজা শেষে প্রতিটি ঘরের দরজার সামনে কিংবা ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ বস্তুতে বেঁধে দেওয়া হয় এই ফুল। সাদা শোলার উপর লাল রঙের কারুকার্য করা ফুল প্রতিটি হিন্দু বাঙালির ঘরে ঝুলে থাকে বছরভর। আবার সামনের বছর নতুন ফুল জায়গা করে নেবে পুরানো শোলার ফুলের জায়গায়।


এভাবেই শোলার ফুল প্রজন্মের পর প্রজন্ম বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code