বিরাটকে টেক্কা দিয়ে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে এখন ডি কক
বিরাটকে টেক্কা দিয়ে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে এখন ডিকক। চলতি বিশ্বকাপে ৫ ম্যাচের শেষে ৩ টি শতরান সহ ডি কক করেছেন ৪০৭। প্রোটিয়া কিপার-ব্যাটার সেই ইনিংসের পথ ধরে এবারের ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চে প্রথম ব্যাটার হিসেবে চারশো রানের গণ্ডিও টপকে গিয়েছেন কুইন্টন ডি কক।
বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডজের বিরুদ্ধে দুরন্ত ৯৫ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেই ইনিংসের পর বিরাটের মোট রান দাঁড়িয়েছে ৩৫৪। বিরাটকে টপকে এদিন ৪০৭ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে কোহলি। তালিকায় এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন ওয়ার্নার ৩৩২, চারে আছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। হিটম্যানের ঝুলিতে ৫ ম্যাচের শেষে ৩১১ রান।
পাঁচ ও ছয় নম্বরে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান (৩০২ রান) ও নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র (২৯০ রান)। বাংলাদেশের বিরুদ্ধে ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলে ঝুলিতে মোট ২৮৮ রান নিয়ে যে তালিকার সাত নম্বরে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন (Henrich Klassen)।
বাংলাদেশের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে ১৪০ বলে ১৭৪ রানের ইনিংস খেলে পাকিস্তানের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের হাঁকানো ১৬৩ রান টপকে গিয়ে চলতি বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করে ফেলেছেন ডি কক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊