বনমন্ত্রীর বাড়িতে ইডি, সাংবাদিক বৈঠকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী
শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন ঘরবন্দির পর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে গর্জে উঠলেন তিনি। কেন্দ্রীয় সরকার এবং তদন্তকারী সংস্থাগুলির ভূমিকায় সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলা-সহ দেশের সর্বত্র বিরোধীদের উপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত এদিকে আজ সকাল থেকেই রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। সেই প্রেক্ষিতেই এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
"কলকাতাতে কার্নিভাল রয়েছে। নেতা-মন্ত্রীরা সবাই ব্যস্ত। সেই আবহে সকাল থেকে বালুর (জ্যোতিপ্রিয় মল্লিক) ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে ইডি। বিজয়া করতে গিয়ে দেখছে তল্লাশি চলছে। সব মন্ত্রীদের বাড়িতেই যদি তল্লাশি চালানো হয়, তাহলে সরকারের আর কীই বা বাকি থাকল?" বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-কে এদিন 'প্যাথলজিক্য়াল লায়ার', বিকারগ্রস্ত মিথ্যাবাদী বলেও উল্লেখ করেন মমতা। ঠিক আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জানতে দেখুন ভিডিও:
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Posted by Sangbad Ekalavya on Thursday, October 26, 2023
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊