পূজায় চাই লোকাল ট্রেন, এবার সরাসরি ডি. আর. এম. আলিপুরদুয়ারের কাছে আবেদন

drm



দিনহাটা কোচবিহার রেল যাত্রী মঞ্চের দিনহাটা ইউনিটের তরফে দিনহাটা রেল স্টেশনের অধীক্ষকের কাছে গত রবিবার, ১৫ই অক্টোবর, ২০২৩ অনুমতি সাপেক্ষে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। আজ সরাসরি ডি. আর. এম. আলিপুরদুয়ারের সাথে দেখা করলো দিনহাটা কোচবিহার রেল যাত্রী মঞ্চ।

বামনহাট থেকে শিলিগুড়ি জংশন ভায়া ফালাকাটা, নিউ ময়নাগুড়ি, জলপাই গুড়ি রোড হয়ে চলা প্যাসেঞ্জার ট্রেন দুটো (৭৫৭১৭ এবং ৭৫৭১৮) অত্যন্ত জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন। জরুরি ভিত্তিতে পুনরায় চালু ও দূর্গা পূজা, কালি পূজা, ছট পূজা সর্বপরি উৎসবের মরসূমে মাথাভাঙ্গা-নিউ কোচবিহার- বামনহাট (ভায়া দিনহাটা) অল স্টপেজ অতিরিক্ত লোকাল ট্রেন, কলেজ হল্ট স্টেশনের সার্বিক উন্নয়ন ও ১০ টার ট্রেনের স্টপেজ সহ মোট ৩ দফা দাবিপত্র ডি. আর. এম. আলিপুরদুয়ারের কাছে আজ হাতে হাতে জমা করা হল।

এই স্মারকলিপি জি. এম. মালিগাও এর কাছেও আজ পাঠানো হলো ভারপ্রাপ্ত ডি. সি. এমের মাধ্যমে। দিনহাটা কোচবিহার রেলযাত্রী মঞ্চের তরফে আহ্বায়ক অধ্যাপক (ড.) রাজা ঘোষ, যুগ্ম আহ্বায়কের তরফে ও দিনহাটা বিধানসভার ভিলেজ-1এর জন প্রতিনিধি তথা শিক্ষক দীপায়ন চক্রবর্ত্তী, দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয় গোপাল ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।