Israel Palestine War: তীব্র বিস্ফোরণ সুপ্রাচীন হাসপাতালে, মৃত কমপক্ষে ৫০০, রক্তক্ষয়ী দিনের সাক্ষী গাজা 

Al aheli Arab hospital Blust
Internet 



দুই সপ্তাহ হতে চলেছে ইসরায়েল ও প্যালেস্তাইন যুদ্ধের। এর মধ্যেই এক রক্তক্ষয়ী দিনের সাক্ষী থাকলো গাজা। গাজার এক হাসপাতালে রাতের অন্ধকারে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ৫০০-র বেশি মানুষের। এমন খবরে আতকে উঠেছে গোটা দুনিয়া। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা (Israel Palestine Conflict)। ইতিমধ্যে ইসরায়েল ও হামাস একে অপরকে দোষারোপ করা শুরু করে দিয়েছে। হামাসের কথায় ইসরায়েল ওই হাসপাতালে রকেট ছুড়েছে অন্যদিকে ইসরায়েল বলছে হামাস ভুল করে এই হাসপাতালে রকেট ছুড়েছে।



গাজা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আল-আহলি আরব হাসপাতাল মধ্যরাতে হঠাৎই কেঁপে ওঠে। ওই হাসপাতালে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মহল। প্যালেস্তিনীয় কর্তৃপক্ষ এই হামলাকে 'গণহত্যা', 'মানবিক বিপর্যয়' বলে উল্লেখ করেছেন। এই ঘটনায় সৌদি আরব ইসরায়েলকেই কাঠগড়ায় তুলেছে।



জানা যাচ্ছে ১৮৮২ সালে নির্মিত ওই হাসপাতালটি। আল-আহলি আরব নামের অর্থ আরবের মানুষের হাসপাতাল। প্রত্যেক বছর ওই হাসপাতালে ৪৫ হাজারের বেশি রোগীর চিকিৎসার জন্য আসেন। বয়স্ক মহিলা, আগুনে পোড়া, অপুষ্টিতে ভোগা রোগীদের বিনামূল্যে চিকিৎসা করা হয় সেখানে। বিনামূল্যে স্ক্রিনিং করে স্তন ক্যান্সার শনাক্ত করার পাশাপাশি শিশু এবং প্রাপ্তবয়স্কদের ট্রমা থেকে বের করে আনতে মনোবিদও রয়েছেন। শহরের বাইরে গ্রামাঞ্চলের মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে মোবাইল ক্লিনিকও রয়েছে এই হাসপাতালের।