গ্রুপ ডি চাকরিপ্রার্থীরাও রাজভবনের সামনে ধর্নায় বসতে চান: শুভেন্দু অধিকারী


Subhendu Adhikari

এই মুহূর্তে রাজভবনের সামনে ধর্নায় রয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। রাজ্যের বকেয়া টাকার দাবিতে রাজ্যপালের সাথে কথা বলতে গত পাঁচদিন ধরে ধর্নায় রয়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতির মাঝেই গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা ধর্নায় বসতে চান বলেই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।



শুভেন্দু অধিকারী এক্স পোস্টে জানিয়েছেন, '২০১৭-র গ্রুপ ডি চাকরিপ্রার্থীরাও রাজভবনের সামনে ধর্নায় বসতে চান। রাজভবনের দক্ষিণ গেটের বাইরে ধর্নায় বসতে চান তাঁরা'। সাথে যোগ করেছেন জয়েন্ট কমিশনারকে পাঠানো একটি চিঠিও।



একদিকে রাজ্যের বকেয়া আদায়ের লক্ষ্যে রাজ্যপালের সাথে দেখা করতে রাজভবনের সামনে ধরনা চলছে তখন অন্যদিকে রাজ্যের হেভিওয়েট নেতাদের বাড়িতে পড়ছে রেইড। মূলত সদ্য কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি অভিযান করে এসেছেন অভিষেকরা। যা ঘিরে রীতিমত তুলকালাম হয়েছে। আটক হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এরপরেই রাজ্যে ফিরে রাজভবনে চলছে ধর্না। এই পরিস্থিতিতে শুভেন্দুর টুইট। তবে এবার শাসকদলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেই এই পোস্ট বিরোধী দলনেতার ?