পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করলো কমিশন
পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের (5 State Assembly Election Dates) ঘোষণা তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। ৭, ৭, ১৭, ২৩, ৩০ নভেম্বর নির্বাচন হবে। পাঁচ রাজ্যেই একসঙ্গে ৩ ডিসেম্বর ভোটের ফলপ্রকাশ করা হবে। এবং ৫ ডিসেম্বরে যাবতীয় নির্বাচন প্রক্রিয়া শেষ হবে, জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner)।
নির্বাচনের সূচি:
রাজ্য: তারিখ, দফা
মিজোরাম: ৭ নভেম্বর, ১ দফা
ছত্তিশগড়: ৭ নভেম্বর এবং ১৭ নভেম্বর ২ দফা
মধ্যপ্রদেশ: ১৭ নভেম্বর ১ দফা
রাজস্থান: ২৩ নভেম্বর ১ দফা
তেলেঙ্গানা: ৩০ নভেম্বর ১ দফা
এই ৫ রাজ্যের মোট ৬৭৯ বিধানসভা আসনে ভোট হবে। মোট ভোটার ১৬.১ কোটি। যা দেশের মোট বিধানসভা আসন ও ভোটার সংখ্যার ভিত্তিতে ৬ ভাগের ১ ভাগ। মোট পুরুষ ভোটার ৮.২ কোটি। মোট মহিলা ভোটার ৭.৮ কোটি। নতুন ভোটার ৬০.২ লাখ। মোট ১.৭৭ লাখ বুথে ভোটগ্রহণ হবে।
বিধানসভার মেয়াদ শেষ:
মিজোরাম- ১৭ ডিসেম্বর
ছত্তীসগড়- ৩ জানুয়ারি
মধ্যপ্রদেশ- ৮ জানুয়ারি
রাজস্থান- ১৪ জানুয়ারি
তেলঙ্গানা- ১৮ জানুয়ারি
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊