বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা CBI-র
ফিরহাদ হাকিম, মদন মিত্রদের পুর নিয়োগ দুর্নীতি ( Municipal Recruitment Scam ) মামলায় এবার বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি। রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক ও রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায়ের ( Partha Sarathi Chatterjee ) বাড়িতে। আট সদস্যের সিবিআই টিম আজ সকালেই বিধায়কের বাড়িতে হানা দেয়।
বিধায়কের রানাঘাটের বাড়িতে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এরপর ঢোকে সিবিআই। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে আজ নদিয়ার রানাঘাট, হাওড়ার উলুবেড়িয়া, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, এই ৩ জেলার ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। এছাড়াও পুরসভার গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে হাওড়ার উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতেও হানা দিয়েছে CBI ।
বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে রানাঘাট উত্তর-পশ্চিমের টিকিট পান পার্থসারথি চট্টোপাধ্যায়। বর্তমানে বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊