পার্লামেন্টে স্পিকারকে মারলেন চোখ, দেখালেন জিভ, বিতর্কে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজকাল ভুল কারণে প্রতিনিয়ত খবরে রয়েছেন। খালিস্তানিদের সমর্থন করার জন্য ভারতের সাথে লড়াই বা সংসদে একজন নাৎসি সৈনিককে সম্মান জানানোর বিষয়ে হোক না কেন, ট্রুডো সব ভুল কারণে শিরোনাম হয়েছেন। এখন, কানাডিয়ান প্রধানমন্ত্রী আবার খবরে এসেছেন এবং এইবার, হাউস অফ কমন্সে জিভ বের করে চোখ মারার জন্য। ভিডিওটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ফলে বিতর্কে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
হাউস অফ কমন্সে নতুন স্পিকার নির্বাচিত হয়ে গ্রেগ ফার্গুস প্রধানমন্ত্রীকে সম্বোধন করার সময় ‘সম্মাননীয়’ বলে উল্লেখ করলে মজা করে বিরোধিতা করেন ট্রুডো। তাঁকে শুধরানোর ভঙ্গিতে তিনি বলেন, ‘অতি সম্মাননীয়’ বলতে। এরপরই তাঁকে দেখা যায় স্পিকারের উদ্দেশে চোখ মেরে মজার ভঙ্গিতে জিভ বের করেন তিনি। ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। তারপরই শুরু হয় বিতর্ক।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই নানা মন্তব্য করছেন ইউজাররা। ইন্টারনেট ব্যবহারকারীরা ট্রুডোর আচরণকে "নার্সিসিস্টিক" এবং "শিশুর মতো" বলে অভিহিত করেছেন একজন ব্যবহারকারী বলেছেন, "থিয়েটারের এই স্তরটি নিছক স্থূল।" এই ধরনের আচরণ প্রকাশ্যে করাই যায় না। আর একজন প্রধানমন্ত্রীর পক্ষে এহেন আচরণ তো একেবারেই কাম্য নয় মন্তব্য করেন এক ইউজার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊